প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৩ ০৪:৫৭:৪৪
অনলাইন ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্রে মোদি স্টেডিয়ামে রীতিমতো চাঁদের হাট। গ্যালারিতে কারা উপস্থিত রয়েছেন, সেই তালিকা এতটাই দীর্ঘ যে, মনে রাখা মুশকিল। বরং কে নেই, সেটা খুঁজে পাওয়া তুলনায় সহজ। তবে অনুপস্থিতির তালিকায় এমন একটি নাম রয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের হতবাক করবে নিশ্চিত।
ভারত বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরাতে পারে, এই বিশ্বাস জুগিয়েছিলেন যিনি, ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে পরিচিতি এনে দিয়েছিলেন যিনি, রোববারের ফাইনালে তিনিই উপস্থিত নেই স্টেডিয়ামে।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মোতেরার গ্যালারিতে উপস্থিত থেকে রোহিতদের বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পেলেন না। আইসিসি অথবা বিসিসিআই, কোনো তরফেই আমন্ত্রণ জানানো হয়নি কপিল দেবকে। এবিপি নিউজের ক্যামেরায় কপিল নিজেই জানালেন সেই কথা। যদিও কপিল দেব অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের সেই ভুল ঢাকার চেষ্টাও করেন।
বিশ্বকাপ ফাইনালের আগে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলের শোয়ে হাজির ছিলেন কপিল দেব। তাঁর কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছে। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়।’
কপিল দেব আরও বলেন, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের উপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’
প্রজন্মনিউজ২৪/এফএ
বিশ্ব সেরা হতে চাইলে কোহলিকে ফলো করতে হবে: লারা
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
এক মাসেও চালু হয়নি খুলনা-মোংলা রুটে ট্রেন
খুলনায় যুবলীগ নেতার পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা
টেলিভিশন চ্যানেলে গান গাওয়ার স্বপ্ন সবজি বিক্রেতার
এক রাজ্যের পুলিশের অন্য রাজ্যে হামলা, বাঁধ দখল
নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়
মৌলভীবাজারে কারাবন্দী নেতা-কর্মীদের বাসা- বাড়ীতে পৌঁছে দেয়া হচ্ছে উপহার