প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩ ১১:০৮:২৯
নিজস্ব প্রতিবেদক: গত অক্টোবর মাসে ৭৪ টি “রাজনৈতিক সহিংসতার” ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন, আহত হয়েছেন কমপক্ষে ৭৭৮ জন। যার অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামীলীগের অন্তর্কোন্দল; বিএনপির সমাবেশ ও মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে এবং আওয়ামীলীগের পাল্টা শান্তি ও উন্নয়ন সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে ।
শনিবার (১১নভেম্বর) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির দ্বারা কমপক্ষে ২৭৮৬ জন রাজনৈতিক গ্রেফতারের শিকার হয়, তারমধ্যে বিএনপি-জামায়াতের ২৭৫০ জন। এ মাসে, বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কমপক্ষে ৯৮ টি মামলায় ২৫৯৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ২৬৮২ জনকে অজ্ঞাত আসামী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে দুজনের মৃত্যু হয়েছে এবং কারা হেফাজতে ০৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীদের দ্বারা বিরোধাীদলীয় কমপক্ষে ৮৩ টি সভা-সমাবেশ আয়োজনে বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এসময় তাদের সাথে সংঘর্ষে কমপক্ষে ৫৫৮ জন আহত এবং সমাবেশ কেন্দ্রিক ২৩৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ মাসে ১৯ টি হামলার ঘটনায় ৫৭ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন; যেখানে সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্ততপক্ষে ৪৭ জন, লাঞ্ছনার শিকার হয়েছে ৩ জন, হুমকির শিকার হয়েছে ৩ জন ও গ্রেফতার ২ জন। একই সময়ে আশঙ্কাজনকভাবে, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর অধীনে দায়ের করা ৩টি মামলায় গ্রেফতার হয়েছেন ১ জন ও অভিযুক্ত হয়েছেন ৪ জন। এ মাসে গণপিটুনির ১১ টি ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ০৯ জন।
অক্টোবর মাসে ১৯৮ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭১ জন, যাদের মধ্যে আশঙ্কাজনকভাবে ৩৯ জন (৫৫%) ১৮ বছরের কম বয়সী শিশু।
১২ জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে। ৬৮ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন তারমধ্যে শিশু ৪৬ জন।
অনতিবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগনের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে। তাই “হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির” পক্ষ থেকে সরকারকে মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং দেশের সকল সচেতন নাগরিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দেশি-বিদেশী মানবাধিকার সংগঠন গুলোকে আরো সোচ্চার হওয়ার আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রজন্মনিউজ/এনএ
ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের
আজ ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল
কাশ্মীরের নির্বাচনে নতুন আকর্ষণ ‘বিচ্ছিন্নতাবাদী’ জোট
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
অনির্বাচিত সরকারের কাছে সংস্কার চাওয়া রাজনৈতিক দলের জন্য লজ্জাজনক-
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ
সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান ভারসাম্যহীন পরিবেশ, উদ্বিগ্ন সচেতন মহল
জবিতে উপাচার্য বিহীন এক মাস নিয়োগে এত বিলম্ব কেনো?