প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৩ ০৫:২৭:৫৯
ভূমিকাঃ খলিফা আল ওয়ালিদ উমাইয়া বংশের শ্রেষ্ঠ খলিফা স্পেনের বিরুদ্ধে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান প্রেরণ করেন এবং স্পেন বিজয়ের কৃতিত্ব অর্জন করেন। আর এ কৃতিত্বের মূলে তারিক বিন জিয়াদ এক অনন্য নাম। তারিক বিন জিয়াদ ছিলেন এক বার্বার নবদীক্ষিত মুসলিম বীর।
*তারিক বিন জিয়াদঃ খলিফা ওয়ালিদের রাজত্বকালেএকজন সুযোগ্য সেনানায়ক হিসেবে তারিক স্পেনে তার কৃতিত্বের সাক্ষর রাখতে সক্ষম হন।
*পরিচয় : তারিক ছিলেন বার্বার বংশোদ্ভূত ৭০৩ খ্রিষ্টাব্দে মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকার শাসনকর্তার পদ লাভ করার পর ইসলাম ধর্মে দীক্ষিত হন। মুসা নবদীক্ষিত মুসলিম সেনাপতি তারিকের সামরিক প্রতিভা লক্ষ করে তাকে সহ সেনাপতি নিয়োগ দান করেন। মুসা তারিকের সহায়তায় বার্বার ও বাইজান্টাইনদের দমন করে মরক্কো ও তাঞ্জিয়ারসহ সমগ্র আফ্রিকায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
*তাঞ্জিয়ারের শাসনকর্তার পদ লাভ : মুসা কায়রোতে ফিরে যাবার পূর্বে তারিককে তাঞ্জিয়ারের শাসনকর্তার পদ দান করেন। অতঃপর মুসা তারিকের সহায়তায় ভূমধ্যসাগরীয় দ্বীপ মেজর্কা, মিনকা এবং আইভিকা দ্বীপত্রয় জয় করেন ।
*স্পেন বিজয় : খলিফা আল ওয়ালিদের নির্দেশে মুসা তারিককে স্পেন অভিযানে প্রেরণ করেন এবং ৭১১ সালে তারিক বিন জিয়াদ খ্রিষ্টান রাজা রডারিককে পরাজিত করে রাজধানী টলেডো, মালাগা, গ্রানাডা, কর্ডোভা, মিজোনিয়া, কারমোনা, ইমিজা জয় করেন। তারিকের সাফল্যে উজ্জীবিত হয়ে মুসা ৭১২ সালে ১৮,০০০ সৈন্য নিয়ে যৌথভাবে বার্সিলোনা, সারাগোসালিও, গ্যালিমিয়াসহ সমগ্র স্পেন জয় করে।
পরিশেষে বলা যায় যে, তারিক বিন জিয়াদের দ্বারা স্পেন বিজয়ের পর গোটা উপদ্বীপ জুড়ে নতুন যুগের সূচনা হয়। যে কারণে তারিক বিন জিয়াদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
লেখক : আবুজাফর
প্রজন্মনিউজ২৪/কেএমআই
সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী
জবির কলা অনুষদের ডিন : হোসনে আরা বেগম
যশোরে তিন আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
এসপি সলিউশন লিমিটেডের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল
পাবনা-২ আসনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল