রোমানিয়ায় আটক ১৯ বাংলাদেশি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৩ ০৫:১৫:৫৮

রোমানিয়ায় আটক ১৯ বাংলাদেশি

সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্তে দুটি আলাদা অভিযানে ১৯ বাংলাদেশিসহ ৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। গতকাল মঙ্গলবার দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিবাসীদের সীমান্ত থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে রোমানিয়া বর্ডার পুলিশ।

রোমানিয়া বর্ডার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার রাত ৩টায় একটি লরি হাঙ্গেরি সীমান্তে ঢোকার চেষ্টা করে। সেই লরিতে রাখা একটি কাঠের বাক্সে লুকিয়ে রাখা হয় ১৯ বাংলাদেশিকে। তাদের আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ।

অভিবাসীদের নিয়ে আসা গাড়িটি আরাদ কাউন্টির নাদলাক-২ বর্ডার ক্রসিং পয়েন্টে অধিকতর তদন্তের পর বাংলাদেশি অভিবাসীদের গাড়ির ভেতর থেকে আটক করা হয়।

গাড়িটি চালাচ্ছিলেন ৩৫ বছর বয়সী এক রোমানীয় নাগরিক। তার বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ এনে বিচারিক তদন্ত শুরু হয়েছে। গাড়িটি রোমানিয়ায় নিবন্ধিত। চালক জানিয়েছিল, হাঙ্গেরিতে কাঠের বাক্স পরিবহন করেন তিনি।


প্রজন্মনিউজ২৪/কেএমআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ