সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত 

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৩ ১১:১৮:৫২

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত 

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল  ১০:৩০ মিনিটের দিকে মালয়েশিয়ার জোহর বারুই শহরে যশোরের শার্শার বলিদাহ গ্রামের মোঃ জুবায়ের (২১) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

নিহত জুবায়ের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে। নিহতের স্বজনরা জানান, ৬ মাস আগে জীবিকার তাগিদে জুবায়ের মালয়েশিয়ায় যায়। সেখানে তিনি মিনি ট্রাক চালাতেন।মঙ্গলবার ট্রাকে মাল বোঝায় করে নিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জোহর বারুই শহরে পৌছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় জুবায়ের ।

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা বিষয়টি নিশ্চিত করে জানান, যুবায়ের এর লাশ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার।


প্রজন্মনিউজ২৪/এসআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ