ধুনটে অটো গাড়িসহ ২ চোর আটক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৫৪:২৬

ধুনটে অটো গাড়িসহ ২ চোর আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ২টি অটো গাড়িসহ আলমগীর হোসেন (২৭) ও শাহ আলম (২৪) নামের ২ চোর কে আটক করেছে পুলিশ। আটককৃত উভয়ই উপজেলার নিমগাছী ইউনিয়নের শিয়ালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার বড়চাপড়া গ্রামের মোজাফফর মন্ডলের ছেলে আমান উল্লার বসতবাড়ি থেকে একটি ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি করে। চুরিকৃত অটো নিয়ে যাওয়ার সময় মোবাইল টহল ডিউটিরত অবস্থায় ধুনট থানার এসআই হায়দার আলী সঙ্গীয় ফোর্স সহ রাত আনুমানিক ৪ টার দিকে ওই গ্রামস্থ বাজার থেকে একটি অটো চার্জার ভ্যান ও একটি চার্জার অটো রিকশা সহ আটক করে। জিজ্ঞাসাবাদ করার সময় ভিকটিম ঘটনাস্থলে এসে তার চুরি যাওয়া অটো চার্জার রিক্সা সনাক্ত করে। পরে আটককৃত দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, অটোসহ চোর আটকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চার্জার ভ্যানের মালিক শনাক্ত হলেও অটো চার্জার রিক্সার মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি।


প্রজন্মনিউজ২৪/এমটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ