প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪০:২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য ৩২ আসন বিশিষ্ট নতুন রিডিং রুমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু হলের দ্বিতীয় তলায় নতুন রিডিং রুমের উদ্বোধন করা হয়।
এসময়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, এপর্যন্ত যা কিছু করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ।লাইব্রেরীর পাশে আসন সংখ্যা বাড়ানোর জন্য ইতোমধ্যে টেন্ডার পাস করা হয়েছে। আশা রাখি শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবে।এবং তিনি হলের প্রভোস্ট এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং অন্যান্য সার্বিক বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর মোঃ শরিফুল ইসলাম, বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিম ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, সহকারী প্রভোস্ট হারুন অর রশিদ ও সাইফুল ইসলাম সজীব এবং বেরোবি শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক শামীম মাহফুজসহ হলের শিক্ষার্থীবৃন্দ।
আবাসিক হলের শিক্ষার্থী মো: শুভ বলেন নিঃসন্দেহে এই কাজ টি পড়াশোনার জন্য অনেক ভালো হয়েছে। আমাদের এর আগে পড়ার জায়গাটা অনেক ছোট ছিল এখন আরও ৩২ টা সিট বৃদ্ধি করাতে নতুন একটা পড়ার পরিবেশে তৈরি হয়েছে। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা করবে মনোযোগ দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক সুনাম বয়ে আনবে। মাননীয় উপাচার্যের প্রতি আমরা কৃতজ্ঞ।
প্রজন্মনিউজ২৪/কেএমআই
মার্জুকের নেতৃত্বে অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল
যশোরে ১৮ ও ৩ প্রার্থীর শার্শায় মনোনয়ন বাতিল।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে ১৫ ছাত্র ও এক শ্রমিক আহত
বিয়ের আসর থেকে বর চলে যাওয়াতে কনের আত্মহত্যা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা
বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস
হাজী মোহাম্মদ দানেশ কে? তার নামে বিশ্ববিদ্যালয় কেন?
সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস