প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৪:০৭ || পরিবর্তিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৪:০৭
অনলাইন ডেস্ক: আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি ঝিনাইদহ, মাগুরা ও খুলনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনার শিববাড়ি এলাকায় শেষ হবে।
শিববাড়িতে রোডমার্চ শেষে সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য রাখবেন।
খুলনা বিভাগের জেলাগুলো থেকে বিএনপি ও তাদের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই রোডমার্চে যোগ দিয়েছেন। সকাল থেকেই পোস্টার, ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে রোডমার্চে যোগ দিতে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় একত্রিত হতে থাকেন তারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির এই 'এক দফা' আন্দোলন।
প্রজন্মনিউজ২৪/এমএইচ
যশোরে তিন আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
খুলনায় ৬টি আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বীহীন আ.লীগ
খুলনায় জাতীয় পার্টি সহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরএসএস এর উদ্বেগ প্রকাশ
রবিবার থেকে ৪৮ ঘন্টা অবরোধ, চূড়ান্ত পর্যায়ে খুলনাবাসি নেতাকর্মীরা
খুলনায় যুবলীগ নেতার পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা
টেলিভিশন চ্যানেলে গান গাওয়ার স্বপ্ন সবজি বিক্রেতার