প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২২:২৬
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ,রিভার ক্লাব ও গ্রীন ভয়েসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নদী সচেতনতা বিষয়ক শীর্ষক সেমিনার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) চবি লাইব্রেরি অডিটোরিয়ামে 'আমাদের জনজীবনে নৌপথ' প্রতিপাদ্যকে সামনে রেখে ইমাম হাসান সৈকত ও নওশীন তাসনিম নিঝুম এর সঞ্চালনায় এবং প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড.মো.মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার ,মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া,সভাপতি প্রাণিবিদ্যা বিভাগ।
মূল প্রবন্ধ উপস্থাপন কালে প্রানিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কিবরীয়া বলেন, হালদা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যা শুধু বাংলাদেশই নয় বিশ্বের অন্যান্য দেশেও পরিচিতি পেয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে একক নদী হিসেবে সর্বোচ্চ অবদান রেখে আসছে এই হালদা নদী। এরকারনেই হালদা নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' হিসেবে ঘোষণা করা হয়েছে। " এছাড়াও তিনি হালদা নদী সংরক্ষনে আইডিএফ, পিকেএসএফ, নৌ পুলিশ, হালদা নদী রিসার্চ ল্যাবরেটরি এবং ২০১৬ সাল থেকে নদী ম্যানেজমেন্ট প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন।
মূখ্য আলোচক কবির বিন আনোয়ার তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে,জানতে হবে কিভাবে স্মার্ট উপায়ে নদী রক্ষা করা যাবে। আমাদের সচেতনতার মাধ্যমে রক্ষা পাবে নদী দূষণসহ নানা অনিয়ম।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর বেনু কুমার দে বলেন, শিক্ষার্থীদের নদী বান্ধব হতে হবে, নদী রক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকাই পারবে আগামীতে সুন্দর ও স্বচ্ছ ধারার নদীর প্রবহমান চিত্র বজায় রাখতে।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। নদীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের নদী গুলোর সামগ্রিক অবস্থা বিবেচনায় রেখে ২০১০ সাল থেকে বাংলাদেশেও পালিত হয় বিশ্ব নদী দিবস। বিশ্ব নদী দিবস পালনের মূল উদ্দেশ্য নদী সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।
প্রজন্মনিউজ২৪/এমটি
বিশ্ব সেরা হতে চাইলে কোহলিকে ফলো করতে হবে: লারা
জবির কলা অনুষদের ডিন : হোসনে আরা বেগম
এসপি সলিউশন লিমিটেডের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
সুনামগঞ্জে যাদুকাটা নদীতে প্রাণ গেল ২, গুরুতর আহত ১
এক মাসেও চালু হয়নি খুলনা-মোংলা রুটে ট্রেন
ভূমিকম্পের উৎপত্তির স্থলটি যেমন ছিল।
কমলগঞ্জ থেকে সিলেট ৭১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
পটুয়াখালীতে নির্বাচনী আচারণবিধি ভঙ্গে জামায়াতের কারাদণ্ড- ৪ জন