রাবিতে র‍্যাগিং হলে কঠিন শাস্তি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:০৫:১৭

রাবিতে র‍্যাগিং হলে কঠিন শাস্তি

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে  স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রথম দিনের ক্লাসে নবীন শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এছাড়া র‍্যাগিংয়ের বিষয় যদি প্রমাণিত হয় তবে অভিযুক্তকে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানা গেছে।

গত ১৯ জুলাই দুপুরে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

এ উপলক্ষ্যে ইতোমধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন নবীন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আশপাশের মেসগুলোতে অবস্থান করছেন তারা। সকাল, দুপুর কিংবা সন্ধ্যা সবসময় তাদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। স্বপ্নের ক্যাম্পাসে প্রথমদিনের ক্লাসের বাঁধভাঙা আনন্দকে ভাগাভাগি করে নিতে অনেক শিক্ষার্থীকে তাদের অবিভাবককেও সঙ্গে নিয়ে আসতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে যশোরের রীতি নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, দীর্ঘদিনের ইচ্ছে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ব। সে স্বপ্ন পূরণ হয়েছে।

ঠাকুরগাঁও থেকে নিজের অবিভাবককে সঙ্গে নিয়ে এসেছেন নবীন শিক্ষার্থী ধননজয় রায় অনুজ। জানতে চাইলে তিনি বলেন, স্বপ্নের ক্যাম্পাসে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করব সেটা আলাদা এক অনুভূতি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নবীন শিক্ষার্থীদের আগমন ঘটবে তাদেরকে স্বাগত জানাই। তাদেরকে আহ্বান জানাবে তারা যেন ক্যাম্পাসের দর্শনীয় জায়গায়গুলো ঘুরে দেখে। তাতে তাদের মানসিক বিকাশ ঘটবে, ক্যাম্পাসকে তাদের ভালো লাগবে। আমাদের সিনিয়র শিক্ষার্থীদের বলবে তারা যেন নবীনদেরকে ভালোভাবে বরণ করে নেয়। সার্বিকভাবে যেন নবীনদের সহযোগিতা করে। নবীনরা যেন কোনো ধরনের র‍্যাগিংয়ের মুখোমুখি না হয়। যারা নবীন আসবে তাদেরকেও বলবে তারা যেন এমন আচরণ করে যেন বড়রা তাদের প্রতি খুশি থাকে।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি র‍্যাগিংয়ের শিকার হয় তারা যেন প্রমাণ সাপেক্ষে আমাদের প্রক্টর অফিসে যোগাযোগ করে। আমরা তাদের পাশে থাকব। তাদের সহযোগিতা করবো। র‍্যাগিংয়ের বিষয় যদি প্রমাণিত হয় তবে অভিযুক্তকে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হবে। 


প্রজন্মনিউজ২৪/এফএ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ