প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:২০:১৬
নিজস্ব প্রতিবেদক: উজান ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাড়ছে অন্যান্য নদ-নদীর পানিও। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী এলাকার আমন চাষিরা। টানা গত কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার রেকর্ড অনুয়ায়ী জেলার অন্য নদ নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এরইমধ্যে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখাঁ, বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ, চর পাড়ামৌলা, চর তৈয়ব খাঁ নিম্নাঞ্চলে তিস্তা নদীর পানি প্রবেশ করতে শুরু করছে।
গতিয়াশাম এলাকার বাসিন্দা কৃষক মো. আব্দুল মোমেন বলেন, কিছুদিন আগে বন্যার পানিতে আমার দুই বিঘা আমনক্ষেত তলিয়ে নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে আমন চাষ করেছি। একদিকে নদী ভাঙন, আবার যদি বন্যা হয় তাহলে ফের আমন আবাদ নষ্ট হয়ে যাবে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, গত কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে সমতল স্তরে পানি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভবনা আছে, তবে বড় ধরনের বন্যার শঙ্কা নেই।
প্রজন্মনিউজ২৪/এমটি
ভূমিকম্পের উৎপত্তির স্থলটি যেমন ছিল।
কমলগঞ্জের লাউয়াছড়া বনে বিরল উল্টোলেজি বানর
প্রধানমন্ত্রীর আগমনে স্লোগানে স্লোগানে মুখরিত খুলনার রাজপথ
রাজধানীতে ৭৪ বাসে অগ্নিসংযোগ, ফুটেজ দেখেও শনাক্ত হচ্ছে না অপরাধী
অর্থ পাচারে ১৩ হাজার বাংলাদেশির কোম্পানি দুবাইয়ে গঠন
মাহমুদউল্লাহ,আজ কত নম্বরে ব্যাট করবেন ?
কোয়ার্টার ফাইনালে আমরা জিতে গেছি : কাদের