বাতিল হচ্ছে জিপিএ-৫ পদ্ধতিতে রেজাল্ট

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৭:২৬

বাতিল হচ্ছে জিপিএ-৫ পদ্ধতিতে রেজাল্ট

অবশেষে বাতিল হচ্ছে এসএসসি এবং এইচএসসি এক্সামে জিপিএ পদ্ধতিতে মূল্যায়ন। নতুন নিয়মে যে, যে বিষয়ে পারদর্শী সে, সে বিষয় নিয়েই পড়তে পারবে। কার্যকর হবে ২০২৬ সাল থেকে৷ 

জিপিএ পদ্ধতি যেন গলার কাটা৷ ভালো রেজাল্টের আশায় কোচিং, প্রাইভেটে ছুটতে হয় প্রত্যেক শিক্ষার্থীকে৷ কেউ হয়তো প্রোগ্রামিং এ ভালো, কেউ ভালো ছবি আঁকে কিংবা উদ্ভাবনে কারো আছে ভালো আগ্রহ এবং দক্ষতা৷ কিন্তু সব বিষয়ে ভালো রেজাল্ট করতে না পারায় অনেকে বসতেই পারে না এডমিশন পরীক্ষায়৷ এই সমস্যার কথা মাথায় রেখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মূল্যায়ন পদ্ধতিতে নিয়ে আসছে বড় রকমের পরিবর্তন। 

এখন থেকে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে ব্যবহার হবে পারফরম্যান্স ‘ইনডিকেটর’, অর্থাৎ বিশেষ পারদর্শিতার ‘চিহ্ন’। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দিয়ে এ প্রক্রিয়ায় মূল্যায়ন শুরু হবে। ফল হিসেবে যে ইনডিকেটর বা চিহ্ন দেওয়া হবে, তা থেকে বোঝা যাবে- কোন শিক্ষার্থী কোন বিষয় বা কাজে বেশি দক্ষ। ‘ভালো’‘মধ্যম’ বা ‘খারাপ’ ফল বলে কোনো কথা বা বার্তাও সেখানে থাকবে না। কোনো শিক্ষার্থী খেলাধুলায় পারদর্শী হতে পারে, কেউ হতে পারে ছবি আঁকায়। কারও কথা বলার দক্ষতা বেশি থাকতে পারে। তাদের এসব দক্ষতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দ করে পড়তে উৎসাহ দেওয়া হবে। এতে শিক্ষার্থী যে বিষয়ে দক্ষ ও আগ্রহী, সে বিষয়ে পড়বে এবং কর্মজীবনে সেই ক্ষেত্রেই কাজ করবে।



প্রজন্মনিউজ ২৪/এসআই
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ