চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:২৮:২৩

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা বুলবুল হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলন্ধা গ্রামের বাসিন্দা আবদুল করিমের ছেলে।

ওই মামলায় গত কয়েক দিন আগে এক নারীসহ আরও দুজনকে পুলিশ গ্রেফতার করেছিল। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন— উপজেলার নলন্ধা গ্রামের মজিদ আলী তালুকদারের বাড়ির বাসিন্দা মৃত এজলাস মিয়ার ছেলে বসিরুল আলম (৬০) ও তার স্ত্রী মর্তুজা বেগম (৪৫)।

একই এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে রমিজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। গ্রেফতার হওয়া যুবলীগ নেতা বুলবুল হোসেন কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, বুলবুলকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। সে ওই মামলায় ৩ নম্বর আসামি। এর আগে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কারাগারে পাঠানো হয়েছে।


প্রজন্মনিউজ২৪/এএএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ