ভিসানীতি পুলিশ বাহিনীর ওপর প্রভাব ফেলবে না 

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৫৩:৩৩

ভিসানীতি পুলিশ বাহিনীর ওপর প্রভাব ফেলবে না 

নিজস্ব প্রতিবেদক: মার্কিন ভিসানীতি পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। 

রোববার ২৪ সেপ্টেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিসি ফারুক হোসেন বলেন, ‘মার্কিন ভিসানীতি নিয়ে আমরা যে সংবাদ দেখেছি, তারা বাংলাদেশে ভিসানীতি কার্যক্রম শুরু করেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যর বিরুদ্ধে তারা ভিসানীতি প্রয়োগ করতে শুরু করেছে।’

তিনি বলেন আমেরিকা ভিসানীতি আইনশৃঙ্খলা বাহিনীর নাম বা তালিকা প্রকাশ করেনি ।তাদের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বা অন্য বাহিনীর সদস্য থাকতে পারেন। বর্তমান কর্মরত পুলিশ  কর্মকর্তা অন্য বাহিনীর কর্মরত সদস্য থাকতে পারে।

যাদের বিরুদ্ধে ভিসানীতি থাকবে তারা আমেরিকা যেতে পারবেনা। দুই লাখের বেশি পুলিশ সদস্য রয়েছে ,তারা সবাই তো আমেরিকা যাবেনা।তাদের মধ্যে কিছু সংখ্যক পুলিশ বা তাদের সন্তান আমিরিকাই যেতে চাই।

তিনি আরও বলেন, এই ভিসানীতি পুলিশ বাহিনীর ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না। পুলিশের কাজের গতি কমবে না।

নির্বাচনকালীন পুলিশ সদস্যরা সব সময়ের মত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই কাজ করবে। তাই ভিসানীতি নিয়ে পুলিশ বাহিনীর কোনো ধরনের শঙ্কায় থাকার সুযোগ নেই বলে জানান তিনি।


প্রজন্মনিউজ২৪/এসআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ