প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩৩:০৯
ডেঙ্গু ভোগাচ্ছে সাধারণ মানুষকে। ঢাকায় কিংবা বাইরে, সারাদেশেই ছড়িয়েছে এ রোগ। পরিবারের একজন সদস্য ডেঙ্গু আক্রান্ত হলেই বাকিদের দুশ্চিন্তা-দৌড়াদৌড়ি চলতে থাকে। আর যখন একই পরিবারের প্রায় সব সদস্য আক্রান্ত হচ্ছেন, তখন দুর্ভোগ সীমা ছাড়িয়ে যাচ্ছে।
মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন একই পরিবারের ৩ সদস্য। চারজনের পরিবারের ৩ জনই আক্রান্ত এ রোগে। স্বামী, ছেলে ও মেয়ে- ৩ জনই ভর্তি এই হাসপাতালে। স্বামী চিকিৎসা নিচ্ছেন চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে। দুই ছেলে-মেয়ে চিকিৎসা নিচ্ছে ২ তলায়। সবার যত্নে একা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন গৃহকর্ত্রী রাওজানা।
দুই ছেলে-মেয়ের মধ্যে বড় তাওসীফ। তার বয়স ৭ বছর। লালবাগের একটি বিদ্যালয়ে ক্লাস ওয়ানে পড়ে সে। ছোট মেয়ে নোভা। তার বয়স ৫ বছর। পড়ে নার্সারিতে।
কথা হয় রাওজানার সঙ্গে। তিনি জানান, পুরান ঢাকার লালবাগে বাস করেন তারা। গত ১৫ সেপ্টেম্বর প্রথম তার স্বামী সুমন জ্বরে আক্রান্ত হন। তাকে ভর্তি করা হয় ডিএনসিসি কোভিড হাসপাতালে। দুদিন পরই আক্রান্ত হয় দুই ছেলে-মেয়ে। তাদেরও দুর্বলতা, খাওয়া-দাওয়া না করার সমস্যা থাকায় ভর্তি করা হয় হাসপাতালে। গত ৫ দিন পুরো পরিবারই এ হাসপাতালে। সবাইকে নিয়েই দুশ্চিন্তা আর সীমাহীন কষ্টে আছি।
তিনি জানান, স্বামী সুমন অনেকটা সুস্থ হওয়ায় আজ তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। বাচ্চারাও আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, ছেলে-মেয়ে দুজনই সুস্থতার দিকে আছে। আমাদের অবজারভেশনে আছে। দু-একদিনের মধ্যে তারাও ছাড়া পেতে পারে।
ডিএনসিসি কোভিড হাসপাতালের তথ্যে জানা যায়, গত দুই দিনে ভর্তি রোগী কিছুটা কমেছে। হাসপাতালের বেশিরভাগ রোগীই আসে দূর-দূরান্ত বা ঢাকার বাহিরে থেকে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৭ জন। অন্যদিকে ছাড়া পেয়েছে ৭১ জন রোগী। তবে আজ মারা যাননি কেউ।
প্রজন্মনিউজ২৪/কেএমআই
মার্জুকের নেতৃত্বে অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল
বিটিআরসির চোখ ফাঁকি দিয়ে তথ্য-প্রযুক্তির ব্যাবহার
যশোরে ১৮ ও ৩ প্রার্থীর শার্শায় মনোনয়ন বাতিল।
বেনাপোলে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে ১৫ ছাত্র ও এক শ্রমিক আহত
গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
বিয়ের আসর থেকে বর চলে যাওয়াতে কনের আত্মহত্যা
খুলনায় ৭৫ ব্যারেল তেল চুরি, আটক ১