প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৫৯:১৭
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসি কর্মীরা এ হামলার সাথে জড়িত বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে ।
রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে তাকে মারধর করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক মোশাররফ শাহ প্রথম আলোর ক্যাম্পাস প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির সদস্য। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোশাররফ শাহ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলেন ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য। এ সময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫-২০ জন ছাত্রলীগের কর্মী তাকে ধাক্কা, কপালে-মুখে কিল-ঘুষি, বুকে এলোপাতাড়ি লাথি মারে।
তিনি আরও বলেন, মারধরের সময় নেতা-কর্মীরা তাকে পরবর্তীতে চবি ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুশিয়ারি দেন। তারা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’
চবি মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, ‘মোশাররফের কপালে চার সেলাই দিতে হয়েছে। তাকে হাতেও আঘাত আছে। এক্সরে করাতে হবে। এ ছাড়া উন্নত চিকিৎসা জন্য চমেকে পাঠানো হয়েছে।’
এ ঘটনার নিন্দা জানিয়ে চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, ‘এর আগেও বারবার সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। যার ফলশ্রুতিতেই আবারও এমন ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি ।
প্রজন্মনিউজ২৪/কেএমআই
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে ১৫ ছাত্র ও এক শ্রমিক আহত
ফিলিপাইনে বোমা হামলার দায় স্বীকার করল আইএস
একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করে খুলনা বিএনপির বিক্ষোভ
সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী
আইফেল টাওয়ারের পাশে ছুরিকাঘাত, জার্মান পর্যটক নিহত
সুনামগঞ্জে যাদুকাটা নদীতে প্রাণ গেল ২, গুরুতর আহত ১
ইসির অনুমতি লাগবে, ১০ ডিসেম্বর ঢাকায় আ.লীগের সমাবেশে
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরএসএস এর উদ্বেগ প্রকাশ
রবিবার থেকে ৪৮ ঘন্টা অবরোধ, চূড়ান্ত পর্যায়ে খুলনাবাসি নেতাকর্মীরা