প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৩৫:৫৯
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ রাকিব ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, নিহত রাকিব বরিশাল নগরীর আমতলার মোড়ে একটি বাসায় ভাড়া থাকতেন। ভোরে গোঙানির আওয়াজ পেয়ে অসুস্থ অবস্থায় তার পাশের রুমের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম জানান, ঘটনাটি সত্যি দুঃখজনক। আমি হাসপাতালে উপস্থিত হয়ে জানতে পেরেছি, গতকাল রাতের খাবারের পর রাকিব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যান। পরে আজ ভোরবেলায় তার গোঙানোর আওয়াজ পেয়ে পাশের রুমের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাবা-মা হাসপাতালে এসেছেন। তারা যদি চান তাহলে তার লাশের ময়না তদন্তের ব্যবস্থা করা হবে।
প্রজন্মনিউজ২৪/এমটি
মার্জুকের নেতৃত্বে অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল
জবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে ১৫ ছাত্র ও এক শ্রমিক আহত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা
হাজী মোহাম্মদ দানেশ কে? তার নামে বিশ্ববিদ্যালয় কেন?
সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস
রেফারিকে গালি দিয়ে শাস্তি পেতে পারেন হালান্ড
ফিলিপাইনে বোমা হামলার দায় স্বীকার করল আইএস