প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০১:২৬:৫৮
ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডে ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতেও সেই শঙ্কা ছিল, তবে সেসব ছাপিয়ে মাঠের খেলায় ফল এসেছে বাংলাদেশের বিপক্ষে। যেখানে চলতি সিরিজের অধিনায়ক লিটন দাস ছিলেন ব্যর্থদের একজন। এমন ধারাবাহিক ফর্মহীনতায় এই টাইগার ব্যাটার বেশ ভেঙে পড়েছেন। সেজন্য তিনি বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। এছাড়া শোনা যাচ্ছে, বিশ্রামে থাকতে পারেন তামিম ইকবালও।
লিটনকে নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনও নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি। বিকেলের মধ্যেই দল দিয়ে দেব।’
এদিকে তামিম-লিটনের অনুপস্থিতিতে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে ফিরতে পারেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ফেরার কথা রয়েছে পেসার তাসকিন আহমেদের। তিনজনই সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না।
সর্বশেষ গতকালের ম্যাচ শেষে চোট নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম, ‘মাঠে নেমে ভালো লাগছে। ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনও অস্বস্তি রয়েছে। স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনও কিছুটা অস্বস্তি আছে।’
অন্যদিকে, কিউইদের বিপক্ষে ম্যাচটিতে মাত্র ৬ রানে আউট হওয়া লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। কিন্তু এখনও জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। যার প্রভাব পড়েছে তার মাঠের পারফরম্যান্সেও।
প্রজন্মনিউজ২৪/এএইচ
বিশ্ব সেরা হতে চাইলে কোহলিকে ফলো করতে হবে: লারা
যশোরে তিন আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
এসপি সলিউশন লিমিটেডের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল
খুলনায় জাতীয় পার্টি সহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সুনামগঞ্জে যাদুকাটা নদীতে প্রাণ গেল ২, গুরুতর আহত ১
এক মাসেও চালু হয়নি খুলনা-মোংলা রুটে ট্রেন
ইসির অনুমতি লাগবে, ১০ ডিসেম্বর ঢাকায় আ.লীগের সমাবেশে
সন্তানদের অশ্রুসিক্ত নয়নে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আফ্রিকা সুটিং