প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৩:২৭
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম কামরুল হুদা। তিনি দুদকের এএসআই হিসেবে কুমিল্লায় কর্মরত।
শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, 'স্থানীয় গয়না ব্যবসায়ী পরিমল ধরের অভিযোগ পেয়ে পুলিশ কামরুল হুদাকে পাঁচলাইশ এলাকার জামান রেস্তোরাঁ থেকে আটক করে। পরিমল বাদী হয়ে মামলা করেছেন। বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'পাঁচলাইশ থানা পুলিশ সূত্র জানায়, কামরুল হুদাকে আটকের খবর পেয়ে সেখানে উপস্থিত হন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা। সেখানে পুলিশ ও দুদক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের এক দুদক কর্মকর্তা বলেন, 'আমরা গিয়ে তাকে শনাক্ত করেছি। তবে ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না।'
পুলিশ সূত্র জানায়, কিছু দিন আগে চট্টগ্রাম নগরীর গয়না ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। এটি সমাধান করতে হলে ২০ লাখ টাকা দিতে হবে।
শনিবার রাতে কামরুল হুদার সঙ্গে দেখা করতে জামান রেস্তোরাঁয় যান পরিমল ধর। তিনি আগেই পুলিশকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। পরিমল দেখা করতে যাওয়ার পরে পুলিশ কামরুলকে হাতে নাতে আটক করে, জানায় সূত্র।
প্রজন্মনিউজ২৪/এমটি
দেড় মাস পর ঘোড়াঘাটে ভ্যান চালক হত্যা মামলার রহস্য উদঘাটন : গ্রপ্তার ২
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরএসএস এর উদ্বেগ প্রকাশ
গাজীপুরে জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ,মামলা দায়ের
সেনবাগে নৌকা-স্বতন্ত্রের ধাওয়া, পাল্টা-ধাওয়া, পুলিশ- সাংবাদিকসহ আহত৫
চাটখিলে আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
বিচারক কে উদ্দেশ্য করে জুতা ছুড়ে ছুরলেন আসামি
খুলনায় হাবিব শেখ হত্যায় ২ আসামী গ্রেপ্তার
জামেয়া মহিলা মাদরাসার "উম্মে আয়মন তাহিয়্যা" আলিমেও গোল্ডেন A+ পেয়েছে"