ধুনটে কীটনাশক সেবন করে গৃহিণীর আত্মহত্যা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৩৪:০৫

ধুনটে কীটনাশক সেবন করে গৃহিণীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে কীটনাশক সেবন করে সালমা খাতুন (৩৪) নামের এক গৃহিণীর আত্মহত্যা করেছে। সে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নাগেশ্বরীগাতী গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী সালমার। স্বামীর সাথে মন মালিন্যর কারণে অভিমান করে গত ১৪ সেপ্টেম্বার ২০২৩ বৃহস্পতিবার দুপুরের দিকে ঘাস মারা কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পরে সালমা। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য একই তারিখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া রেফার্ড করে। ১৬ সেপ্টেম্বার শনিবার চিকিৎসাধীন থাকা অবস্থায় সালমাকে পরিবারের লোকজন ছাড়পত্র ছাড়াই বাড়িতে নিয়ে আসে। পরে শারীরিক পরিস্থিতি বেশি অবনতি হলে ১৮ সেপ্টেম্বার সোমবার সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর হাসপাতালে সালমাকে ভর্তি করে। ২২সেপ্টেম্বার শুক্রবার পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে বন্ড দিয়ে সালমাকে বাড়ি নিয়ে আসার সময় পথিমধ্যে বিকাল ৩টার সময় মৃত্যু হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানার একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।


প্রজন্মনিউজ২৪/এমটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ