প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:১০:০৬
দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্ববিদ্যালয়গুলো হলো– বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শুক্রবার এডিবির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এডিবির ঋণে নেওয়া প্রকল্পের আওতায় তিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার প্রকৌশল প্রোগ্রাম আপগ্রেড করা হবে। কোর্সগুলোতে ব্লেন্ডেড শিক্ষণ কৌশল চালু হবে। থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্সসহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কিত শিক্ষা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রোগ্রামগুলো যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সে বিষয়ে থাকবে প্রয়োজনীয় উদ্যোগ। শিক্ষকদের এ বিষয়ে সক্ষমতা বাড়ানো হবে। অত্যাধুনিক শ্রেণিকক্ষ ও পরীক্ষাগার স্থাপনেও সহায়তা করবে এডিবি। নতুন নতুন উদ্ভাবনে শিক্ষক-শিক্ষার্থীরা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ করবেন। এ ছাড়া ইন্টার্নশিপ, ক্যারিয়ার কাউন্সেলিং ও চাকরি পেতে ছাত্রছাত্রীদের সহায়তা করা হবে। নারী শিক্ষার্থীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এ প্রসঙ্গে এডিবির সোশ্যাল সেক্টর ইকোনমিস্ট রিওতারো হায়াশি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি গ্রহণকে ত্বরান্বিত করা এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে সফটওয়্যার প্রকৌশল সম্পর্কিত উচ্চশিক্ষা প্রোগ্রামের উন্নয়ন এখন সময়ের দাবি। দেশের তথ্যপ্রযুক্তি খাত এগিয়ে নেওয়ার জন্য আরও বেশি দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েট ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে এডিবির অর্থায়নের এই প্রকল্প।
প্রজন্মনিউজ২৪/এসআই
সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী
জবির কলা অনুষদের ডিন : হোসনে আরা বেগম
যশোরে তিন আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
এসপি সলিউশন লিমিটেডের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল
পাবনা-২ আসনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল