গরুর চেয়ে দিগুণ দাম ইলিশের

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪৭:১৬ || পরিবর্তিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪৭:১৬

গরুর চেয়ে দিগুণ দাম ইলিশের

রাবি প্রতিনিধি: গরু খাবেন নাকি ইলিশ, দ্বিধাদ্বন্দ্বে আমজনতা। এক কেজি ইলিশের বিনিময়ে দুই কেজির বেশি গরুর মাংস পাওয়া যাচ্ছে বাজারে। পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় রাজশাহীতে ইলিশ মাছের চাহিদা একটু বেশিই।

শুক্রবার (২২/০৯/২৩) রাজশাহীর বাজার গুলোতে ইলিশ মাছ ১৮০০ (আঠার শত) টাকা দরে বিক্রি হয়েছে। শুধু ইলিশ মাছ নয় ছোট বড় প্রায় সব মাছ কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বর্ষা মৌসুমে মাছের এমন লাগামহীন দাম অস্বাভাবিক প্রায়। কাতল মাছ ১৩০০ টাকা কেজি। পাঙ্গাস, রুই, চিংড়ি সব মাছের দাম বেশি। ভরা মৌসুমে মাছের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে সাধারণ খেটে খাওয়া মানুষ মাছ খাওয়া থাক কিনতেও পারবে না। ক্রেতারা ইলিশ মাছ কিনতে এসে খুবই ক্ষুব্ধ।

এইদিকে রাজশাহীতে মাংসের বাজার স্বাভাবিক। মাছের দাম অনিয়ন্ত্রিত হলেও বাড়েনি মাংশের দাম। গরুর মাংস ৭৫০ ( শাতশত পঞ্চাশ) টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাশির মাংশ ১২০০ (বারোশত) টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগী ও দেশি মুরগীর দাম আগের মতোই রয়েছে।

রাজশাহীর সাহেব বাজারের এক মাংস বিক্রেতা বলেন, রাজশাহীর বাজারে বাজারে গত এক বৎছর যাবৎ গরুর মাংস সাতশত থেকে আটশো টাকার মাঝেই রয়েছে। আমরা সব সময় চেষ্টা করি মাংসের বাজার স্বাভাবিক রাখার। যাতে করে, গরীব লোক থেকে ধনী উচ্চবিত্ত সব শ্রেণি পেশার মানুষ মাংস কিনতে পারে।

রাজশাহীর বাজারে কাচামালের দাম কমেনি। কিছু সবজির দাম আগের মতোই রয়েছে। তবে টমেটো ১২০ (একশত বিশ) টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু ৪৫ টাকা, পিঁয়াজ ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা করে বিক্রি হচ্ছে কেজি প্রতি। লাউ, ঝিন্জিরা, শাক, করোলা, মিষ্টি কুমড়ো, আদা, রসুন, এসবের দাম আগের থেকে ২/৩ টাকা করে কেজি প্রতি বিদ্ধি পেয়েছে।


প্রজন্মনিউজ২৪/এফএ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ