আগুনের পর পানিতে ডুবেছে কৃষি মার্কেট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:১১:১৫

আগুনের পর পানিতে ডুবেছে কৃষি মার্কেট

নিজস্ব প্রতিবেদক: গত ১৪ সেপ্টেম্বর ভোররাতে ভয়াবহ আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। সেদিন আগুনে পুড়ে ছাই হয়েছে দুই শতাধিক দোকান। আগুন থেকে বেঁচে যাওয়া কিছু চালের আড়ৎ এবার ডুবেছে বৃষ্টির পানিতে।

গতকাল রাতে হওয়া তুমুল বৃষ্টিতে ঢাকা শহরের অধিকাংশ এলাকা ডুবে যায়। বাদ যায়নি দুর্ঘটনা কবলিত এ মার্কেটও।

কৃষি মার্কেটের নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, গত ২ জুলাই বৃষ্টির পানিতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়। এবার মাত্র তিন মাসের কম সময়ের মধ্যে আবারও পানিতে ডুবলো বাজার। কাকতালীয়ভাবে দুদিনই বন্ধ ছিল কৃষি মার্কেট। বাধ্য হয়ে পানির দামে ভেজা চাল বিক্রি করছে ব্যবসায়ীরা। কারণ ভেজা চাল শুকানোর কোনো ব্যবস্থাও নেই।

বৃষ্টি হলেই মার্কেটে পানি ওঠার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, আমাদের পাশের রিংরোড মার্কেট থেকে উঁচু হওয়ায় সব দিকের পানি দ্রুত চলে আসে মার্কেটে। কোনোদিকের পানি নামতে পারে না। একটু বেশি বৃষ্টি হলেই পানি জমে মার্কেটে।

চালের আড়তে পানি উঠে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভিজে যাওয়ার খবরে পার্শ্ববর্তী এলাকার অনেকেই কম দামে চালসহ অন্যান্য পণ্য কিনতে এসেছেন কৃষি মার্কেটে।

এমনই একজন নবোদয় হাউজিং এলাকার বাসিন্দা সালমা আক্তার। তিনি বলেন, আমরা স্বল্প আয়ের মানুষ। অল্প দামে পেয়েছি। বাসায় নিয়ে শুকিয়ে রাখার চেষ্টা করবো। এই নারী ১৬০০ টাকা দামের ২৫ কেজির দুই বস্তা কিনেছেন মাত্র ৫০০ টাকায়।

সালমার মতো অনেককেই অল্প দামে চাল, ডাল, আটা, চিনিসহ বিভিন্ন পণ্য কিনে নিয়ে যেতে দেখা গেছে কৃষি মার্কেটে।


প্রজন্মনিউজ২৪/এমটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ