প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৩:৫১
অনলাইন ডেস্ক: জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য এবং অভিনেত্রী দিশা পারমারের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যা সন্তান।
গতকাল (২০সেপ্টেম্বর) বুধবার মেয়ে সন্তানের জন্ম দিলেন নায়িকা।
গায়ক এবং অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করে তাদের ভক্তদের এ সুখবর দিলেন।
পোস্টে রাহুল লেখেন, ‘কন্যাসন্তান এলো কোলে। মা আর সদ্যোজাত সুস্থ আছে। আমাদের চিকিৎসককে অনেক ধন্যবাদ যিনি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত সঙ্গে ছিলেন। আমাদের পরিবারের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা সবাই সদ্যোজাতকে আশীর্বাদ করবেন।’
দিশার নায়ক ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ নকুল মেহতা, আলি গনি, দ্রষ্টি ধামি থেকে শুরু করে মুম্বই টেলিভিশনের একাধিক তারকা তারকা সন্তানের আগমনের খবরে শুভেচ্ছাবার্তা জানালেন।
গত মে মাসে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন তারকা দম্পতি। সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সন্তান আগমনের আগাম বার্তা দিয়েছিলেন গায়ক।
দু’টি ছবি পোস্ট করেছিলেন রাহুল। প্রথম ছবিতে দেখা গিয়েছিল, কালো রঙের জামা পরে আছেন গায়ক-নায়িকা। হাতে ধার স্লেট, যাতে লেখা, ‘হবু বাবা ও মা।’
দিশার বেবি বাম্প স্পষ্ট হয় সেই ছবিতে। পরের ছবিতে আল্ট্রাসোনোগ্রাফির ঝলক। আর তাতে দিশা লিখেছিলেন, ‘হবু মা, বাবা ও বেবির পক্ষ থেকে সকলকে নমস্কার।’
প্রজন্মনিউজ২৪/এফএ
বিশ্ব সেরা হতে চাইলে কোহলিকে ফলো করতে হবে: লারা
সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী
জবির কলা অনুষদের ডিন : হোসনে আরা বেগম
যশোরে তিন আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
এসপি সলিউশন লিমিটেডের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল