ওনানার ‘ভুলে’ ইউনাইটেডের হার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৯:১২

ওনানার ‘ভুলে’ ইউনাইটেডের হার

অনলাইন ডেস্ক: বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে বায়ার্নের হয়ে একটি করে গোল করেছেন লেরয় সানে, সার্জ গ্যানাব্রি, হ্যারি কেইন এবং ম্যাথিস তেল। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন ক্যাসেমিরো, বাকি একটি গোল এসেছে হয়লন্দুর পা থেকে। ম্যানইউ কিপার ওনানার ভুলে হার মানতে হলো ইউনাইটেডকে।

‘এ’ গ্রুপের মহারণে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যানইউর বিপক্ষে শুরু থেকেই আগ্রাসি ছিল বায়ার্ন মিউনিখ। ২৮ মিনিটে ম্যানইউ কিপার ওনানার ভুলে লিড নেয় স্বাগতিকরা। লেরয় সানের সোজা শট হাত ফসকে বেরিয়ে যায় ওনানার। ৩২ মিনিটে মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নকে দ্বিতীয় গোল এনে দেন সার্জ গ্যানাব্রি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দেয় টেন হাগের দল। নতুন রিক্রুট রাসমুস হয়লুন্ড নাম তোলেন স্কোরশিটে। এর পরপরই পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে দলের তৃতীয় গোল করেন হ্যারি কেইন। ৮৮ মিনিটে ক্যাসেমিরোর গোলে লড়াই চালিয়ে যাবার রশদ পায় ম্যানইউ। কিন্তু ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে টেলের গোলে ৪-২’এর লিড নেয় বাভারিয়ানরা। তিন মিনিট পর ক্যাসেমিরো নিজের দ্বিতীয় গোল করলেও ৪-৩’এর হার নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে।

এটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা তৃতীয় হার। ম্যাচে তিন বা তার বেশি গোলও হজম করল টানা তিন ম্যাচে, যা ইউনাইটেডের ইতিহাসে বিরল। ১৯৭৮ সালের পর এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলো ইংলিশ ক্লাবটি।


প্রজন্মনিউজ২৪/এমটি

এ সম্পর্কিত খবর

সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস

রেফারিকে গালি দিয়ে শাস্তি পেতে পারেন হালান্ড

একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করে খুলনা বিএনপির বিক্ষোভ 

রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নারী অধিকার উল্লেখ জরুরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধীদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে

দেড় মাস পর ঘোড়াঘাটে ভ্যান চালক হত্যা মামলার রহস্য উদঘাটন : গ্রপ্তার ২

ইসলামিক অথরিটির সুপ্রিম কাউন্সিলের নির্বাচন সম্পন্ন: অস্ট্রিয়ায়

সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী

দাম কমলো ইনফিনিক্স ফোনের

রবিবার থেকে ৪৮ ঘন্টা অবরোধ, চূড়ান্ত পর্যায়ে খুলনাবাসি নেতাকর্মীরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন