রান্না এবার স্কুলে

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৪:৩১ || পরিবর্তিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৪:৩১

রান্না এবার স্কুলে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ে হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে  শিক্ষার্থীদের রান্না শেখানোর একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে (২০ সেপ্টেম্বর ২৩) ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায় সকালে বিদ্যালয়ে  শিক্ষার্থীরা তাদের হাতে কলমে  শিক্ষার অংশ  হিসেবে  রান্না করানো শিক্ষা দেওয়া হচ্ছে। এই ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে অনেকেই শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয় প্রশ্ন তোলেন। তারা মনে করছে যে, বিদ্যালয়ে শিক্ষার্থীদের রান্না শেখার কোনো প্রশ্নেই আসেনা। এর মাধ্যমে যতটা না উপকারে আসবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হাওয়ায় সম্ভাবনা নেই বললে ভুল হবে।

নতুন  কারিকুলাম প্রবর্তন এর মাধ্যমে হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের রান্নার কাজ বাদ দিয়ে অবহেলিত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিজ্ঞান, ইংরেজি, গণিত , ধর্মীয় মূল্যবোধ অর্জনের ব্যাপারে জোর দেওয়া প্রয়োজন মনে করছেন।

একজন মেয়ে সাধারন এই শিক্ষার জন্য অনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের দরকার নেই। দরকার নেই হাজার টাকা বেতন দিয়ে শিক্ষকের কাছে রান্না শেখার। খেটে খাওয়ার বাবা তার প্রিয় সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন মানুষ হয়ে সে সমাজ রাষ্ট্রের সেবায় নিয়োজিত হবে।

এ ধরণের শিক্ষা দিয়ে সেই বাবা  মায়েদের স্বপ্ন পূরণ করতে পরবে কী? এই প্রশ্ন সবার। আগামীর বাংলাদেশ কেমন  দেখতে  চাচ্ছি  আজকের  শিক্ষা  ব্যাবস্থা  নির্ভর  করবে।
আমাদের  দেশে  যে শিক্ষা  ব্যাবস্থা বিট্রিশ  বেনিয়াদের থেকে পাওয়া । যতগুলো  শিক্ষা কমিশন গঠন করা হয়েছে । কোনো শিক্ষা কমিশন সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের আদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে পারেনি। সুশীল সমাজের  অনেকে মনে করেন শিক্ষা ব্যাস্থা পরিবর্তন দরকার।

যা সর্বজন গ্রহনীয়। একটি জাতীয়  আদর্শ  নির্ধারণ করে শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা অনিবার্য দাবি হিসেবে মনে করেছে প্রবীন শিক্ষাবিদগন।


প্রজন্মনিউজ২৪/এমএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ