প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৯:০৮ || পরিবর্তিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৯:০৮
কাজের মেয়ে
শেখ ফাহমিদা নাজনীন
যে মেয়েটার দিন শুরু হয় আঁধার মাখা ভোরে,
ধমকে তাকে শাসন করি, খুব যে বেশি জোরে।
সেই মেয়েটা দোর খোলে রোজ,পাখি ডাকার আগে,
আমার তখন হয় যে মনে, ওই ভোরে কে জাগে?
ঘুম পাড়িয়ে জাগি যখন, রোদ হয়ে যায় ভারী,
সময় গড়ায় অসময়ে, জমিয়ে কাজের সারি।
মুখ বুজে সে সব সয়ে যায়, পাছে বেতন কাটি,
বেতন কাটি করলে সে ভুল, ভাঙলে স্যুপের বাটি।
যে যা ভাবে আমায়, তেমন যে নই মোটে,
কাজের মেয়ের নিন্দে কবো, নিত্য খুঁটে খুঁটে।
তবুও বলি, ভুল কিছু সে করলে আমার কাছে,
এক কথাতে করবো যে মাফ?কোন আইনে আছে?
বয়সটা কম, খাটেও বেজায়, পেটটা ভরা ক্ষুধা,
তাই বলে কি, সবার আগে, তাকেই দেবো সুধা?
ঘরের মানুষ খাওয়ার পরে যেটুকু ভাত থাকে,
সেটুক খাবার কম কিসে তা? কে দিয়েছে কাকে?
রান্নাঘরের এক কোণে খায়, শোয়াও এক কোণে,
খাট-তোষকের আদিখ্যেতা, আসে না এই মনে।
বাড়ির মেয়ের ছেড়া পোশাক, তাতেই বছর চলে,
ওষুধ কেনার দায় রাখি না, অসুখ-বিসুখ হলে।
ওর মা জানে, আমার কাছে মাতৃস্নেহে আছে,
ওটুক কথা বলতেই হয়, কাজ ছেড়ে দেয় পাছে।
সত্য হলো, ওই মেয়েটা খুব অভাবী বলে,
ঘরে ঘরে মানবতার, এমনি দাফন চলে।
সুনামগঞ্জে যাদুকাটা নদীতে প্রাণ গেল ২, গুরুতর আহত ১
সন্তানদের অশ্রুসিক্ত নয়নে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আফ্রিকা সুটিং
বেরোবিতে বিজনেস ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে
মৌলভীবাজারে ৫০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থী পেল মহসীন ফাউন্ডেশন বৃত্তি
টেলিভিশন চ্যানেলে গান গাওয়ার স্বপ্ন সবজি বিক্রেতার
যশোরের নরেন্দ্রপুরে একাধিক কারখানায় তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট