প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৭:১১
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কলেজ এখন সাংবাদিক তৈরির আতুশঘর। প্রতি বছরের মতো এই বছরেও বিজ্ঞপ্তির পর আবেদন জমা নিয়ে ভাইবার মাধ্যমে একঝাঁক তরুণ লেখনী প্রিয় শিক্ষার্থীদের বাছাই করে আরসিআরইউ। এইদিন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীকে নতুন সহযোগী সদস্য হিসেবে বরন করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকল ১০ টায় নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত। এসময় নতুন সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) রাজশাহী কলেজের মহসিন ভবনের গ্যালারী রুমে এই আয়োজন করেন।
আরসিআরইউ এর সহ-সভাপতি আবু সাইদ রনির সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক হাসনাত হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আরসিআরইউ এর প্রধান উপদেষ্টা রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক।
নবীনদের উদ্দেশ্যে অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক বলেন, সাংবাদিকতা চর্চার বিষয়। আজকের এই নবীনরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমের সমাজের সত্যটাকে তুলে ধরবে বলে বিশ্বাস করি। তোমাদের কাজের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হবে। নিজেকে গঠনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাবা-মা, রাজশাহী কলেজ ও দেশের সম্মান আরো উজ্বল করবে। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন শিক্ষার্থীদের আরসিআরইউ তে যোগদানের জন্য আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আরসিআরইউ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড মো: সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজমত আলী, এবং বাংলা বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান। সবাই নতুনদের উদ্দেশ্যে সাংবাদিকতার জগৎ ও সাংবাদিক হবার প্রেরণা ও উৎসাহ দেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি (আরইজে) রাফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার রাজশাহী ব্যুরো প্রধান মোহাম্মাদ আলী ফেরদৌসী সিদ্দিকী, এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব, দৈনিক আজকের পত্রিকার সাব এডিটর ও আরসিআরইউ এর সাবেক সভাপতি মীম ওবায়দুল্লাহ।
এছাড়াও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সেহের আলী দূর্জয়, দপ্তর সম্পাদক সুজন আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি, নির্বাহী সদস্য পলিরানী ও শাহাদত হোসেন সহ সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/এমএ
হাজী মোহাম্মদ দানেশ কে? তার নামে বিশ্ববিদ্যালয় কেন?
সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস
ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়া আমাদের মূল চ্যালেঞ্জ : কামাল
খুলনার আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী
রেফারিকে গালি দিয়ে শাস্তি পেতে পারেন হালান্ড
ফিলিপাইনে বোমা হামলার দায় স্বীকার করল আইএস