প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৩:২৬
অনলাইন ডেস্ক: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয়েছে গ্রিন ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ’ বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এই নবীন বরণের আয়োজন করা হয়।
বিভাগীয় চেয়ারপার্সন ড. অলিউর রহমানের সভাপতিত্বে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংবাদিক এবং গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম।
প্রফেসর ড.খাজা ইফতেখার নবীন শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে তাদের নিজ কাজে সৎ ও অনুরাগী থাকার আহ্বান জানান। সেইসাথে তিনি সমাজে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা প্রতিদিন সকালে উঠেই আগে সংবাদপত্র হাতে নেই এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নতুন সংবাদ জানার চেষ্টা করতে থাকি।’
অপরদিকে সৈয়দ ইশতিয়াক রেজা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক মনোমুগ্ধকর বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকতা পেশা যে কষ্টের ও অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে হয় সেই বিষয়ে সবাইকে অবগত করেন। সেইসাথে বর্তমানে গণমাধ্যমে এক বিরাট পরিবর্তন এসেছে; সবাইকে সেই পরিবর্তনের সাথে সংযুক্ত থেকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। সাংবাদিকতা বিষয়কে নিজেদের উচ্চতর পড়াশোনার বিষয় হিসেবে গ্রহণ করার তিনি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
এই আয়োজনে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় উপহার।
পরিশেষে বিভাগীয় চেয়ারপার্সন ড. অলিউর রহমান সবাইকে সাথে নিয়ে বিভাগের উন্নতি সাধনে কাজ করার আহ্বান জানান। এরপর জে এম সি মিডিয়া ক্লাবের আয়োজনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রজন্মনিউজ২৪/এফএ
বিশ্বকাপের আগে পাকিস্তানের অধিনায়ক বাবরকে প্রশংসায় ভাসলেন অস্ট্রেলিয়ান তারকা
ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৪২৫ রোগী
পারিবারিক জেরে ভাতিজার শাবলের আঘাতে আ. লীগ নেতার মৃত্যু
বাংলাদেশকে ১.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান
রামপালে স্কুল পড়ুয়া কিশরীকে গণধর্ষনের অভিযোগে ২ যুবক আটক
আইনি জটিলতা মোকাবিলা করে খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে কৃষক লীগের সমাবেশে দুই পক্ষের মারামারি
হায়দরাবাদ, আহমেদাবাদের মুসলিমরা আমাদের সমর্থন করবে: মুশতাক ও রানা