প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০৭:২৮
অনলাইন ডেস্ক: সিলেটে ভারতীয় ওষুধের চালান জব্দ করেছে পুলিশ। সোমবার সকাল সোয়া ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাড় থেকে পুলিশ চালানটি জব্দ করে। এসময় চোরাচালানের সাথে জড়িত দুই ব্যক্তিকেও আটক করা হয়। জব্দকৃত ওষুধের বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, সোমবার সকালে দুই ব্যক্তি বিপুল পরিমাণ ঔষধ নিয়ে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রিজ হয়ে বাস স্ট্যান্ডের দিকে আসছিল।
এসময় পুলিশ তাদেরকে আটক করে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। আটককৃতরা জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে এনে ঔষধগুলো তারা ঢাকায় পাঠানোর চেষ্টা করছিল।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দ্র গ্রামের ফজলুল করিম মিন্টু ও সিলেটের জৈন্তাপুর উপজেলার আসমাপাড়া আদর্শগ্রামের সোহেল মিয়া।
প্রজন্মনিউজ২৪/এএএম
মার্জুকের নেতৃত্বে অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল
যশোরে ১৮ ও ৩ প্রার্থীর শার্শায় মনোনয়ন বাতিল।
বেনাপোলে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে ১৫ ছাত্র ও এক শ্রমিক আহত
গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
বিয়ের আসর থেকে বর চলে যাওয়াতে কনের আত্মহত্যা
খুলনায় ৭৫ ব্যারেল তেল চুরি, আটক ১
বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস