কানাডায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৪৮:১০

কানাডায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাডাতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার রাতে মন্ট্রিয়লের পার্ক ভিউ রিসিপশন হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এবিএম আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও কুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সভাপতি ফয়সাল চৌধুরী, বিশেষ অতিথি খন্দকার জুলফিকার হায়দার, আরমান মিয়া মাস্টার, আব্দুস সামাদ খান নান্টু, মারিফুর রহমান মারুফ, মোহাম্মদ আব্দুল মুহিত।

এতে আরও বক্তব্য রাখেন- শাহাজান শামিম হাওলাদার, আব্দুর রহিম, নুরুল ইসলাম নুরু, রশীদ আব্দুল এমবিএ, কামরুল ইসলাম, নাসিম উদ্দীন, মুহিম আহমেদ, মিসেস সাথী মহিউদ্দীন, নওশাদ উল্লাহ, তোফায়েল মোর্শেদ, আব্দুল ওয়াদুধ রোকন,আব্দুল আজিজ প্রমুখ।

এছাড়া উৎযাপন কমিটির সদস্য সচিব সাবেক সহ-সভপতি কামরুল হাসান ফারুক হাওলাদার স্বাগত বক্তব্য রাখেন ও জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন মুহিম আহমদ।

বক্তারা বলেন, স্বাধীনতার ফসল সর্বসাধারণের মাঝে পৌঁছানোর জন্য জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন। তার প্রতিষ্ঠিত দল আজও বাংলাদেশর মানুষের হৃদয়ের দল হিসেবে বহমান। 

পরে সংগীত শিল্পী সাহেলা পারভীন ও কামরুল ইসলাম রানার সংগীত পরিবেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
 


প্রজন্মনিউজ২৪/কেএমআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ