প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৩১:২৮ || পরিবর্তিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৩১:২৮
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে কিউইরা।
আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলায় সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আসন্ন সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি।
যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ১০০০, ক্লাব হাউসে বসে ৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা। আর সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে।
আগামীকাল ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। এ ছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।
প্রজন্মনিউজ২৪/ইমরান
কোন আইনে প্রধান বিচারপতিকে তরবারি দিলেন ডিবি প্রধান?: রিজভী
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন সাকিব
বিশ্বে হৃদরোগে প্রতি দেড় সেকেন্ডে একজনের মৃত্যু
জামায়াত নেতা কাঠগড়ায় দাড়িয়ে বিচারকের উদ্দেশে দেওয়া বক্তব্য ভাইরাল
নিউ ইয়র্কের রাস্তায় কোমর সমান পানি, জরুরি অবস্থা ঘোষণা
জিম্বাবুয়েতে একটি খনি ধসে নিহত ৬ আরও ১৫ জন আটকা আছেন
বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব- প্রধানমন্ত্রী