প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১০:৪০
নিজস্ব প্রতিবেদক: অস্থিতিশীল ডিমের বাজারে স্থিতি আনতে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রোববার দেশের চার প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট (এলসি) খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌছাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এটি শুরু হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়।
প্রজন্মনিউজ২৪/এমটি
হাজী মোহাম্মদ দানেশ কে? তার নামে বিশ্ববিদ্যালয় কেন?
সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস
ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়া আমাদের মূল চ্যালেঞ্জ : কামাল
প্রথমার্ধে তহুরার ২, বাংলাদেশ ৩
খুলনার আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রবল বৃষ্টিতে প্লাবিত চেন্নাই বিমানবন্দরের রানওয়ে
‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী