প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০২:৪৯
অনলাইন ডেস্ক: বাংলাদেশের বাইরে ভারতের কলকাতাতে দর্শকদের কাছেও তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। এই জনপ্রিয়তার কারণে এখন কলকাতাতেও একের পর কাজ করে যাচ্ছেন তিনি। সর্বশেষ ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমায় কাজ করে ফিরেছেন। এবার জানা গেল ‘আদর্শ হিন্দু হোটেল’ নামে একটি ওয়ব সিরিজেও কাজ করবেন তিনি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে ওয়েব সিরিজটি বানাবেন অরিন্দম শীল। এতে প্রধান চরিত্র হাজারি ঠাকুরের চরিত্রে তিনি বেছে নিয়েছেন মোশাররফ করিমকে। অরিন্দম জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় হাজারি ঠাকুর চরিত্রে মোশাররফ করিমের চেহারা ভেসে উঠছিল তার চোখের সামনে। তার ভাষ্য, ‘চিত্রনাট্য লেখার সময় থেকেই মাথার ভেতর মোশাররফ করিমের নাম ঘুরছিল। পরে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি রাজি হয়ে যান।’
উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময়ের আলোকে লিখেছিলেন, সেটাই তুলে ধরা হবে। অরিন্দমের মতে, পিরিয়ড ড্রামা না করলে লেখকের লেখার নির্যাসকে ঠিকমতো তুলে ধরা যাবে না। হিন্দু ব্রাক্ষ্মণ হাজারি ঠাকুর কলকাতার রাণাঘাটের বেঁচু চক্রবর্তীর হোটেলের রাঁধুনি। শুধু তার হাতের রান্না খাবার জন্যই মানুষ দূর-দূরান্ত থেকে এসে হোটেলে খায়। কিন্তু হাজারির ভাগ্যে জোটে কেবলই গঞ্জনা। তাই তো সে স্বপ্ন দেখে নিজের হোটেলের। কোনোরকম সঞ্চয় না থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস ছিল তার। স্বপ্ন, সততা, একাগ্রতা আর মানুষের ভালোবাসা নিয়ে শেষ পর্যন্ত হয়েছিল একজন সফল হোটেল মালিক। সামান্য হোটেল রাঁধুনি থেকে হোটেলের মালিক হবার চমকপ্রদ কাহিনী তুলে ধারা হয়েছে ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসে।
এতে আরও অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। তার চরিত্রের নাম পদ্ম ঝি। এ ছাড়া আছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ঊষসী রায়।
ওয়েব সিরিজটি প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রোডাকশন। ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য নিমির্তি হচ্ছে এটি। ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
প্রজন্মনিউজ২৪/এফএ
বড় কষ্ট লাগে রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে: কাদের
কোন আইনে প্রধান বিচারপতিকে তরবারি দিলেন ডিবি প্রধান?: রিজভী
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন সাকিব
বিশ্বে হৃদরোগে প্রতি দেড় সেকেন্ডে একজনের মৃত্যু
‘আজকের কন্যাশিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা’
জামায়াত নেতা কাঠগড়ায় দাড়িয়ে বিচারকের উদ্দেশে দেওয়া বক্তব্য ভাইরাল
ওমর সানী মাশরাফিকে ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান
আওয়ামী লীগ ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছে রক্ত ঝড়িয়েছে: প্রধানমন্ত্রী