প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫০:৪৮ || পরিবর্তিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫০:৪৮
নিজস্ব প্রতিবেদক: "ঢাবির বাইরে সাত কলেজে ছাত্রলীগের কমিটি হওয়ার সুযোগ নেই" ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (ঢাবি) সাধারণ সম্পাদক সৈকতের এমন বক্তব্যের প্রতিবাদে রাজপথে নেমেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় কলেজের মেইন গেইট অবরোধ করে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে আজ দুপুরে টিএসসিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা-সংকট নিরাময় করার আশ্বাস দিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সেসময় উপস্থিত সাত কলেজের শিক্ষার্থীদের সামনে ''ঢাবির বাইরে সাত কলেজের ছাত্রলীগের কমিটি হওয়ার সুযোগ নেই " এমন বক্তব্য দেন ঢাবির সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
এই মিছিল প্রসঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনবলেন, ‘ঢাকা কলেজ হলো ছাত্রলীগের কেন্দ্র নিয়ন্ত্রিত সাংগঠনিক জেলা পদমর্যাদার একটি শাখা। এটি রাজধানীর অন্যতম একটি সুপার ইউনিটও। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হঠাৎ করে বলে ফেললেন, যেহেতু ঢাকা কলেজসহ রাজধানীর সাত কলেজ একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তাই এখন থেকে এই কলেজগুলোর কমিটিও হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অধীন। একটা কেন্দ্র কেন্দ্র নিয়ন্ত্রিত শাখাকে ঢাবির অধীন শাখা করার ঘোষণা দেওয়া হটকারিতা। তাছাড়া, ঢাবির হলগুলোর কমিটিও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির অনুমোদন ছাড়া দেওয়া যায় না। অথচ তিনি বলছেন, আমাদের কমিটি নাকি তারা দিবে। এটা সংগঠনের নীতিবিরোধী। তাই আমরা তার এই বেআইনি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছি।’
তিনি বলেন, ‘শুধু ছাত্রলীগ কর্মী নয় ঢাকা কলেজের কোনো ছাত্রও এটা মেনে নিবে না। একাডেমিক অধিভুক্তি আর ছাত্রলীগের কমিটি এক বিষয় নয়। আমরা আগে মহানগরের অধীন একটি থানা মানের ছিলাম। কিন্তু এত সংখ্যক ছাত্রের ক্যাম্পাস ও সাংগঠনিক শক্তির বিবেচনায় ঢাকা কলেজ শাখাকে কেন্দ্রের অধীনে জেলা মানের শাখা করা হয়েছে। জেলা মানের একটা শাখা সমমানের আরেকটা শাখার অধীন কিভাবে হয়?। ঢাকা কলেজ জেলা মানের শাখাই থাকবে।’
ঢাকা কলেজ ছাত্রলীগের আরেক যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন বলেন, ‘গত কয়েকদিন ধরে ঢাবি ছাত্রলীগ নানাভাবে বলার চেষ্টা করছে ঢাকা কলেজসহ সাত কলেজ তাদের অধীনে থাকবে। কিন্তু এতদিন প্রকাশ্যে কিছু না বলায় আমরাও কোনো প্রতিক্রিয়া জানাইনি। তবে এখন যেহেতু তারা মিডিয়ার সামনে সাত কলেজকে নিজেদের অধীনে নেওয়ার কথা বলেছে এজন্য আমরা প্রতিবাদ করেছি। তাদের অপচেষ্টা যতদিন চলবে এই প্রতিবাদও ততদিন চলবে।’
প্র্রজন্মনিউজ২৪/এফএ
সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী আর নেই
টিকিট জটিলতায় স্বপ্নভঙ্গ ১৮ হাজার শ্রমিককে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
চোখের কী হবে জানি না! মাথাভর্তি গুলি নিয়ে ঘুমাতে অনেক কষ্ট হয়
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের কর্মী সমাবেশ সম্পন্ন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
পটুয়াখালীতে যৌথ অভিযান সোহাগ মাঝি গ্রেফতার
পররাষ্ট্রসচিবের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে জোর থাকবে