প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:২৬:১৩
বর্তমান তরুন প্রজন্মের বিকেল কাটে মোবাইল কিংবা চায়ের আড্ডায়।তাই তরুণ প্রজন্মদের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস ঝোঁক কমিয়ে বইমুখী করে তোলার লক্ষে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিট টু চেঞ্জ'।প্রতি সপ্তাহ শুক্রবার সংগঠনটি বই পড়ার কর্মসূচি হাতে নিয়েছে।এতে তরুণ-তরুণীরা বিনা খরচে উন্মুক্ত পরিবেশে বই পড়ার সুযোগ পাবে।
কর্মসূচি অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলা টিম লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ও রায়পুর উপজেলা টিম রায়পুর সরকারি কলেজ ক্যাম্পাসে শুক্রবার বিকেল ৩:৩০ টার দিকে প্রথম বই পড়া কার্যক্রম শুরু হয়।এ সময় অর্ধশতাধিক তরুণ-তরুণীরা ও বিভিন্ন শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীগন নীরবে বই পড়া কর্মসূচিতে অংশ নেন।বই পড়ার কার্যক্রমটি চলে বিকেল ৬ টা পর্যন্ত।
বইপড়ার এমন উদ্যোগের বিষয়ে আলাপ হয় 'কমিট টু চেঞ্জে'র প্রতিষ্ঠাতা মো রাকিব আল হাসানের সঙ্গে।তিনি জানান,এখনকার তরুণ বয়সের বিশেষ করে শিক্ষার্থীদের ডিভাইসের প্রতি ঝোঁক বেশি।তারা বই পড়তে চায় না।আবার সবার মাঝে ব্যস্ততাও বেশি। ভাবলাম এমন কিছু করা যায় কিনা, যেখানে বইয়ের সঙ্গে তাদের ভালোবাসা তৈরি হবে।
কর্মসূচিতে আমরা নিজেদের সংগ্রহে থাকা বইগুলো নিয়ে এসেছি।এ ছাড়া যারা আসবেন তারাও নিজেদের বই আনতে পারেন।এতে একে অপরের বই শেয়ার করে পড়তে পারবে সবাই।আমরা প্রতি সপ্তাহে এই কার্যক্রম পুরো জেলাতে চালিয়ে যাবো।
কমিট টু চেইঞ্জ রায়পুর উপজেলার সাধারণ সম্পাদক জিহাদ হোসাইন বলেন, আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি সবার মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে।এবং আমরা আগামীতে বিভিন্ন শামাজীক ব্যাক্তিবর্গদের এই কর্মসুচিতে অংশগ্রহণ করাতে চাই যাতে বই পড়ার পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উদ্দ্বিপনা সকলে নিতে পারে।
তরুণ তরুণীর দক্ষতা উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করার লক্ষ্যে ২০২০ সালের ডিসেম্বরে গড়ে ওঠে স্বেচ্ছাসেবী সংগঠন 'কমিট টু চেঞ্জ'।সংগঠনটির পুরো জেলার সদস্য রয়েছেন প্রায় দুই শতাধিক।দক্ষতা উন্নয়ন ছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নেও কাজ করে।
প্রজন্মনিউজ২৪/কেএমআই
সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী আর নেই
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির
শেরপুরে বন্যার চরম অবনতির আশঙ্কা বিশেষজ্ঞের
চোখের কী হবে জানি না! মাথাভর্তি গুলি নিয়ে ঘুমাতে অনেক কষ্ট হয়
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের কর্মী সমাবেশ সম্পন্ন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
পটুয়াখালীতে যৌথ অভিযান সোহাগ মাঝি গ্রেফতার