প্রকাশিত: ১৩ অগাস্ট, ২০২৩ ১২:২০:২২
শেখ ফাহমিদা নাজনীন
যদি যেতে চাও, দরজা খোলাই আছে
চলে যাও তুমি, যতদূর যেতে পারো,
খুলেছি আঁচল, সুদূর কিংবা কাছে
মায়ের মমতা, পিছু ডাকবে না আরো।
বাইরে যখন উত্তাল হল মাটি
মানুষে মানুষে নিদারুণ বিভাজন,
আর কত কাল, চলবে পা হাঁটি হাঁটি?
বেঁধেছি এবার, মায়ের অমৃত মন।
মাটির বাসনে, দুধভাত মাখা রবে
ভেবো না, জননী থাকবে না পথ চেয়ে,
সন্তান সুখ কে আর ভুলেছে কবে?
জানি ফিরবেই, শান্তির নাও বেয়ে।
পৃথিবীটা এক মত্ত মাতাল বন
হিংস্র বাঘ ধার দেয় দাঁতে দাঁতে,
ত্রাসে আশ্রয় খুঁজছে হরিণ মন
সাহসের বীজ বুনে দিতে হবে পাতে।
অবোধ ভেবেছে, দুনিয়াটা বুঝি সব
পর জগতের বিচার কেবলই মেকি,
অজ্ঞ দু'চোখে চেনাতেই হবে রব
জানাতেই হবে, আখেরে যা আছে বাকি।
সেই চেষ্টাতে, নাই যদি ফিরে আসো
হায়েনার দাঁত কেড়ে নেয় যদি প্রাণ,
আমরণ যদি স্রষ্টাকে ভালোবাসো
তবেই জানবে, রেখেছো মায়ের মান।
তোমার আমার নাই যদি হয় দেখা
শেষ হয় যদি দুনিয়াবি পরিচয়,
ফিরদাউসেই মিলে যাবে পথরেখা
মা আর ছেলেতে মিলবেই নিশ্চয়।
প্রজন্মনিউজ২৪/এমএ
বিশ্ব সেরা হতে চাইলে কোহলিকে ফলো করতে হবে: লারা
জবির কলা অনুষদের ডিন : হোসনে আরা বেগম
নোটিশ পেয়ে দুঃখ পাওয়ার কথা থাকলেও আনন্দিত: শামীম ওসমান
খুলনায় জাতীয় পার্টি সহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
এক মাসেও চালু হয়নি খুলনা-মোংলা রুটে ট্রেন
ইসির অনুমতি লাগবে, ১০ ডিসেম্বর ঢাকায় আ.লীগের সমাবেশে
বেরোবিতে বিজনেস ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে