কবিতা

জীবনের গান

প্রকাশিত: ১৩ অগাস্ট, ২০২৩ ১১:৩০:৪২ || পরিবর্তিত: ১৩ অগাস্ট, ২০২৩ ১১:৩০:৪২

জীবনের গান
শেখ ফাহমিদা নাজনীন
 
পদ্মার বুকে জেগেছে নতুন চর, 
সেখানেই নাকি নতুন আবাস হবে, 
সার বেঁধে রবে গোলপাতা ছাওয়া ঘর, 
কে জানে, সে ঘরে কোন প্রজন্ম রবে?
 
তবুও নতুন কারিগর ছুটে আসে, 
দল বেঁধে আসে বাঁশের কঞ্চি নিয়ে, 
বেড়া বেঁধে দেয় গাঁথুনির চারপাশে, 
শ্রম, ঘাম আর থ্যাঁতলানো হাত দিয়ে।
 
পদ্মা পেরোতে কত নাও গেল ডুবে, 
কত নাও গেল বোশেখি বাতাসে উড়ে, 
পশ্চিমা ঢেউ চক্কর কাটে পূবে, 
বিজলী চমকে কারো নাও গেল পুড়ে।
 
কেউ হাবুডুবু অথৈ ঢেউয়ের মাঝে, 
কেউ সাঁতরাই প্রাণপণ জোর দিয়ে, 
ভোরের যাত্রা কেউ পৌঁছায় সাঁঝে, 
ছুটে আসে শুধু মনের সাহস নিয়ে।
 
স্বপ্ন কেবল মদিনা সনদ হবে, 
নতুন মাটিতে নতুন সংবিধান,
গোটা চর জুড়ে ন্যায়ের শাসন রবে, 
বুকে বয়ে যায় সেই স্বপ্নের বান।
 
হয়তো হবে তা শত বৎছর পরে, 
হয়তোবা তা অমীমাংসিত রবে, 
তবু বাঁধে ঘর অসীম মনের জোরে, 
স্বপ্ন দেখতে কেবা ভুল করে কবে?
 
পদ্মার বুকে জেগেছে নতুন চর, 
এ তো চর নয়, নতুনের আহ্বান,
যারা নির্ভীক, তারা বাঁধে নয়া ঘর, 
মৃত্যু দুয়ারে গায় জীবনের গান।
 
প্রজন্মনিউজ২৪/এএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ