কবিতা

চাঁদের শহর

প্রকাশিত: ১১ অগাস্ট, ২০২৩ ১১:৫৫:১৫

চাঁদের শহর

মো: আব্দুল্লাহ

আকাশে আজ মস্ত বড় চাঁদ দোলে
চাঁদ নাকি? ও ভাবুক ধরার ফাঁদ ঝোলে,
ঘরের কাজে সব হয়ে যায় গোলমেলে,
ভুল হয়ে যায়, মায়ের সোনা কার কোলে?

চাঁদ নেমেছে, রাত আকাশের এক কোণে,
সেথায় বসে সারা আকাশ জাল বোনে,
রান্নাঘরে নতুন বধু আনমনে,
প্রবাসী সে, ফিরবে কবে দিন গোণে।

ঢাকাই শাড়ির আঁচল যেন আকাশে,
তারার কুসুম মুচকি হাসে আভাসে,
চুমকি দেয়া শাড়ির পাড়ে চাঁদ ভাসে,
চাঁদের ঠমক, গেঁয়ো কবির ঘুম নাশে।

চাঁদ যত তার জ্বলন দিলো বাড়িয়ে,
ঘর ছাড়া মন আচমকা ঠাঁই দাঁড়িয়ে,
চাঁদের শহর ডাকছে পেখম নাড়িয়ে,
ইচ্ছে করে, যাই ও আকাশ ছাড়িয়ে।

এমনি করে চাঁদ যদি তার দ্বীপ জ্বালে,
ধপাস করে পড়বো প্রেমের মগডালে,
আমার কি দোষ? কে পেরেছে, কোন কালে?
দেয়নি ধরা, শুক্লা চাঁদের প্রেম জালে?


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ