যে ভাবে কমাবেন শিশুর মোবাইল আসক্তি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩ ০৬:১৯:৫৬

যে ভাবে কমাবেন শিশুর মোবাইল আসক্তি

শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। শিশুদের এই আসক্তি নানারকম ক্ষতির সম্মুখিন করতে পারে। তাই, শিশুর মোবাইলের প্রতি আসক্তি কমানোর জন্য রয়েছে কিছু উপায়। যেমন:

১) দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুকে স্মার্ট ফোন ব্যবহার করার অনুমতি দিন। এ ছাড়া শিশু স্মার্টফোনে কী করছে বা কী দেখছে— তার প্রতিও নজর রাখতে হবে। তাদের অবসর সময়টা অন্য কাজে ব্যবহার করুন। খেলাধুলো, নাচ, গান যে বিষয় শিশুর আগ্রহ আছে সে সব বিষয় মন দিতে উৎসাহী করে তুলুন শিশুকে।

২) শিশু যদি অনলাইনে ক্লাস করে, তাহলে ইন্টারনেট সংযোগ দিয়ে সে কী করছে, সেটি খেয়াল রাখতে হবে। এ ছাড়া স্মার্টফোন থেকে আপত্তিকর ওয়েবসাইটগুলিকেও নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ইন্টারনেট প্রোভাইডারদের সহযোগিতা নেওয়া যেতে পারে।

৩) শিশুর স্মার্টফোনের আসক্তি কাটাতে আপনাকে ওর জন্য সময় বার করে নিতে হবে। সন্তানের হাতে স্মার্ট ডিভাইস তুলে দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন না। ওর জন্য দিনের একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। ওই সময় শিশুর মনের কথা শুনুন, শিশুর সঙ্গে খেলুন, ওর সঙ্গে গল্প করুন।

৪) আপনি যদি খুব বেশি প্রযুক্তিতে আসক্ত হন, তা হলে স্বাভাবিকভাবে আপনার সন্তানও সেটিই করবে। তাই আগে আপনার নিজের আসক্তি দূর করুন। শিশুর সামনে কাজের প্রয়োজন ছাড়া খুব বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না।

৫) প্রযুক্তির সুবিধা-অসুবিধা দুটোই সন্তানকে ভাল করে বুঝিয়ে বলুন। প্রযুক্তি নিয়ে বিভিন্ন সচেতনতামূলক আলোচনায় সঙ্গী হোন নিজ সন্তানের। অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার করলে কী বিপদ হতে পারে, সে সব নিয়ে খোলামেলা কথা বলুন। ওর মন অন্য দিকে ঘোরাতে আপনাকেই উদ্যোগী হয়ে উঠতে হবে। মাঝে মাঝে ওকে বেড়াতে নিয়ে যান, ওর সঙ্গে সময় কাটান। ওকে বই কিনে দিতে পারেন। বই পড়া শুরু করলে মোবাইলের প্রতি আসক্তি কমবে।


প্রজন্মনিউজ২৪/এমএ

এ সম্পর্কিত খবর

ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে পাকিস্তানের অধিনায়ক বাবরকে প্রশংসায় ভাসলেন অস্ট্রেলিয়ান তারকা

ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৪২৫ রোগী

পারিবারিক জেরে ভাতিজার শাবলের আঘাতে আ. লীগ নেতার মৃত্যু

বাংলাদেশকে ১.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

রামপালে স্কুল পড়ুয়া কিশরীকে গণধর্ষনের অভিযোগে ২ যুবক আটক 

আইনি জটিলতা মোকাবিলা করে খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দাম কমলো ১৭৫০ টাকা

রাজধানীতে কৃষক লীগের সমাবেশে দুই পক্ষের মারামারি

হায়দরাবাদ, আহমেদাবাদের মুসলিমরা আমাদের সমর্থন করবে: মুশতাক ও রানা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ