২৭ বছর পর ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজক ভারত

প্রকাশিত: ১০ জুন, ২০২৩ ০৫:০৬:১১

২৭ বছর পর ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজক ভারত

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭১তম আসর আয়োজন করতে যাচ্ছে ভারত। এর আগে, ১৯৯৬ সালে এই প্রতিযোগিতার আসর বসেছিল ভারতে। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মিস ওয়ার্ল্ডের আয়োজক কমিটি। বলা হয়েছে, দীর্ঘ ২৭ বছর পর আবারো ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজন করা হচ্ছে ভারতে।

এবারের আসরের জন্য ভারতকে বেছে নেওয়ার কারণ জানিয়েছে মিস ওয়ার্ল্ডের সিইও জুলিয়া মোর্লে। তিনি বলেন, মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরের জন্য আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ঘোষণা করছি। দেশটির ঐতিহ্য ও বৈচিত্র্যেময় সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় ও সুন্দর স্থান এবং নারীদের ক্ষমতায়নে দেশটির উদ্যোগের কারণে এবার ভারতকে বেছে নেওয়া হয়েছে।

জুলিয়া মার্লি জানান, ৩০ বছর আগে প্রথম তিনি ভারত এসেছিলেন। তখন থেকেই ভারতের এই সংস্কৃতি ও সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছিল। এদিকে, এবারের আসরে ১৩০টি দেশের সেরা সুন্দরীরা নিজ নিজ দেশের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। তারা এক মাস ধরে ভারতে লড়বেন সেরা সুন্দরী হওয়ার জন্য।  
১৯৬৬ সালে প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট উঠেছিল রীতা ফারিয়ার মাথায়। শুধু ভারতীয় নন, প্রথম এশিয়ান হয়ে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এরপর একে একে ভারতের ঐশ্বরিয়া রাই, ডায়ানা হেডেন, ইয়োকতা মুখে, প্রিয়াঙ্কা চোপড়া, মানুষি ছিল্লারের মাথায় এই মুকুট ওঠে।


প্রজন্মনিউজ২৪/ইমরান

এ সম্পর্কিত খবর

গোলাম ফারুকের বিদায়ে ডিএমপির দায়িত্ব পেলেন হাবিবুর রহমান

দোকান থেকে মোবাইল চুরি করে পালানোর সময় জনতা চোরকে আটক করে

বড় কষ্ট লাগে রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে: কাদের

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কোন আইনে প্রধান বিচারপতিকে তরবারি দিলেন ডিবি প্রধান?: রিজভী

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন সাকিব

যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সফর শেষে লন্ডনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

বিশ্বে হৃদরোগে প্রতি দেড় সেকেন্ডে একজনের মৃত্যু

জামায়াত নেতা কাঠগড়ায় দাড়িয়ে বিচারকের উদ্দেশে দেওয়া বক্তব্য ভাইরাল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ