প্রকাশিত: ১০ জুন, ২০২৩ ০৪:২১:৫২
আর্জেন্টিনায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালির মুখোমুখি হবে উরুগুয়ে। প্রথম সেমিফাইনালে সাড়া জাগানো ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাতিন আমেরিকা অঞ্চলের দল উরুগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার অ্যান্ডারসন দুয়ার্তে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় দিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইতালি। বৃহস্পতিবার রাতে দুর্দান্ত লড়াই শেষে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারায় ইউরোপের দলটি। ম্যাচের ১৪তম মিনিটে ইতালির হয়ে সিজার কাসাদেই গোলের সূচনা করেন। কিন্তু ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। এরপর ৮৬তম মিনিটে গোল করে জয় তুলে নেয় ইতালি।
আগামী সোমবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে গড়াবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল। এর আগে, তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে রবিবার (১১ জুন) দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ইসরায়েল। দুটি ম্যাচই লা প্লাতার ইউনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রজন্মনিউজ২৪/ইমরান
লঙ্কানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে সাকিব আল হাসানরা
মেসিবিহীন মায়ামির শিরোপাও জেতা হলো না
দ্বিতীয়বারের মতো কর ফাঁকিতে অভিযুক্ত শাকিরা
বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ল টাইগাররা
চবিতে চবিসাস ও সিইউজিএনের ২৪ ঘন্টার আল্টিমেটাম
কানাডার নোভাস্কসিয়ায় এশিয়ান কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন
রাবিতে র্যাগিং হলে কঠিন শাস্তি
ডেঙ্গুতে মধ্যবয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে : স্বাস্থ্য অধিদপ্তর
সংঘর্ষের প্রতিযোগিতায় চবি ছাত্রলীগ, আতঙ্কে সাধারণ শিক্ষার্থী