কিশোর গ্যাংয়ের হামলায় তরুণ নিহত

প্রকাশিত: ১০ জুন, ২০২৩ ১০:৫৭:২৭

কিশোর গ্যাংয়ের হামলায় তরুণ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় মনিরুল ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (০৮ জুন) ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের পাশের রাস্তায় মনিরুল ইসলামের উপর হামলা চালায় গ্যাংটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রানাকে আটক করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম (১৭) কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। ছেলেটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো। নিহতের স্বজনরা  প্রজন্ম নিউজকে জানায় , মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল কেড়ে নেয়। মোবাইল চাওয়া হলে দুই দিন পরেও ফেরৎ দেয়নি রানা। এরপর ৩১ মে রাত ১০ টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেয় রানা। পরে মনিরুল হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করে জখম করে। এ সময় রানার সঙ্গে আরও ৭-৮ জন কিশোর গ্যাং এর সদস্যরা ছিল।

রানার দলটি এলাকায় এভাবে অশান্তি করে বেড়ায়। কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। মামলায় ৩ জুন তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এখন মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।


প্রজন্মনিউজ২৪/এমএ

এ সম্পর্কিত খবর

শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে জুড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জিম্বাবুয়েতে একটি খনি ধসে নিহত ৬ আরও ১৫ জন আটকা আছেন

কানাডা খুনিদের রক্ষা করছে: পররাষ্ট্রমন্ত্রী

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গোপালগঞ্জে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে: নিহত ২

রাজধানীতে শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

আবারো আলোচনায় বিস্ফোরিত এয়ার ইন্ডিয়া ফ্লাইট

তজুমদ্দিনে ইয়ুথ ভোলা ০৩ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ