প্রকাশিত: ১০ জুন, ২০২৩ ১০:৪০:৫০
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (৯ জুন) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব মিয়া নরসিংদী সদরের আসমান্দির চরের ঝাড়তলা এলাকার মল্লি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল ঘোড়াশাল থেকে সিএনজি চালিয়ে পাঁচদোনা যাচ্ছিল রাকিব মিয়া। এ সময় ঘোড়াশালের দিকে আসা একটি প্রাইভেটকার ভাগদী কদমতলা এলাকায় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার সময় মাইক্রোবাস ড্রাইভার পালিয়ে যায়।
প্রজন্মনিউজ২৪/এমএ
‘ডাঙ্কি’ বনাম ‘সালার’, প্রভাসকে সতর্কবাণী
পারিবারিক জেরে ভাতিজার শাবলের আঘাতে আ. লীগ নেতার মৃত্যু
মোবাইল চুরি করে পালানোর সময় আটক চোর
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিউ ইয়র্কের রাস্তায় কোমর সমান পানি, জরুরি অবস্থা ঘোষণা
জিম্বাবুয়েতে একটি খনি ধসে নিহত ৬ আরও ১৫ জন আটকা আছেন
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যেগে বর্ণাঢ্য এক কর্মশালা আয়োজিত