প্রকাশিত: ০৯ জুন, ২০২৩ ০৪:৫২:৪৩
হবিগঞ্জের মাধবপুরে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক মিয়া (৫৫) উপজেলার কলেজপাড়া এলাকার মৃত জবান আলী পুত্র। শুক্রবার দুপুরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে ফারুক তার মেয়েকে কবিরাজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। এরপর একটি মাঠে নিয়ে ফের ধর্ষণ করে মেয়েটিকে বাড়িতে রেখে পালিয়ে যান। পরে এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বৃহস্পতিবার তার বাবার নামে থানায় মামলা করেন।
পরে ডাক্তারী পরীক্ষার নিরীক্ষার জন্য তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ওসি আরো বলেন, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কারণে ফারুক মিয়ার মেয়ে তার বাড়িতেই থাকতেন। এদিকে, শুক্রবার দুপুরে অভিযুক্ত ফারুক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪/ইমরান
ধুনটে বাবা-মার উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
‘জওয়ান’ ১০০০ কোটি ছুঁলেই কী করবেন শাহরুখ, জানালেন নিজেই
ইয়াবা-গাঁজাসহ মহানগর ছাত্রলীগ নেতা আটক
সদ্যোজাত কন্যাসন্তানকে ১৫ তলা থেকে ছুড়ে ফেললেন মা!
ফের অগ্নিগর্ভ মণিপুর, সংঘাতে আহত ১৫
জেলেনস্কিকে পোল্যান্ডের হুঁশিয়ারি
নোয়াখালীতে ডাকাত সন্দেহে গ্রেফতার ৪
শ্রীমঙ্গলে ৩ হাজার কেজি চা জব্দ