৩ সপ্তাহে বিএপির ৮ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার :রিজভী

প্রকাশিত: ০৯ জুন, ২০২৩ ০২:২৭:৪৪

৩ সপ্তাহে বিএপির ৮ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার :রিজভী

নিজস্ব প্রতিবেদক: গত ২১ দিনে সারাদেশে বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছেন বলে দাবি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (৯ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। 

রিজভী বলেন, দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশে সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালনকালে ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ১৯ মে  থেকে গতকাল ৮ জুন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ১৭১টি মামলা হয়েছে। এসব মামলায় ৮০২ জনে অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় ৬ হাজার ৯১৫ জনের বেশি নেতাকর্মী। 

প্রজন্মনিউজ২৪/এএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ