প্রকাশিত: ০৮ জুন, ২০২৩ ০৪:৩৪:১১
ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ( ৮ জুন) সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এসময় বিএনপি নেতারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের সাধারণ মানুষ সময় মতো বিল দিয়েছে বকেয়া তো রাখে নাই । তাহলে প্রয়োজন মতো আমরা বিদ্যুৎ কেনো পাবো না? তারা আরও বলেন, এই সরকার দেশের কৃষিকে ধ্বংস করেছে। দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি, আব্দুল হামিদ, যুবদলের সভাপতি আবু নূর চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি নুুরজ্জামান নুরু প্রমূখ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অবস্থান কর্মসূচি শেষে জেলা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রশীদের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা
প্রজন্মনিউজ২৪/এমএইচ
ঘোড়াঘাটে ইয়াবাসহ যুবককে আটক করেছে র্যাব
ধুনটে বাবা-মার উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯
চমক দেখালো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একটি ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী বলেছেন, দুই হাত ভরে দিবে: ত্রান প্রতিমন্ত্রী
বাংলাদেশের ঋণ শোধ করে দায়মুক্ত শ্রীলঙ্কা
ধুনটে কীটনাশক সেবন করে গৃহিণীর আত্মহত্যা
নীতির প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী পিতার মতোই আপসহীন: দীপু মনি