কোরেশি-ইমরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়

প্রকাশিত: ০৮ জুন, ২০২৩ ০১:১৮:১০

কোরেশি-ইমরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ভাইস-প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি বৈঠক করেছেন। তবে বুধবার (৭ জুন) হওয়া এ বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।

ইমরানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা ছিল কোরেশির। কিন্তু সেটি না করে তিনি সরাসরি লাহোরে চলে যান। গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের গ্রেপ্তার পরবর্তী সহিংসতায় কোরেশি একাধিকবার গ্রেপ্তার হন। এরপর মঙ্গলবার ছাড়া পান তিনি।

একটি সূত্র (কোরেশির কাছের বন্ধু) জানিয়েছে, বৈঠকে কোরেশি ইমরান খানকে প্রস্তাব দেন, এই সংকটময় মুহূর্তে যেন তিনি পিছিয়ে যান অথবা বিদেশে চলে যান। আর এগুলো না করলে আপাতত অন্তত চুপ থাকার অনুরোধ জানান তিনি।

এছাড়া বর্তমান সমস্যা সমাধানে তাকে এবং অন্যদের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান ইমরান খান সরকারের এ পররাষ্ট্রমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কোরেশি আরও বলেন, এখন তাদের খারাপ সময় যাচ্ছে। আর এই সময়ে আবেগ দিয়ে কোনো কিছু না করে বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে। ওই সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

সূত্রটি আরও জানিয়েছে, কোরেশি ইমরানের কাছে পরিষ্কার করেছেন যারা তাকে বিপথে নিয়ে যাচ্ছে— তারা এ কঠিন মুহূর্ত থেকে বের হতে তাকে কোনো সহায়তা করতে পারবে না। এই সময়ই ক্ষেপে যান ইমরান। তখন কোরেশি বৈঠক শেষ করে বের হয়ে যান।

এদিকে কোরেশির সঙ্গে বৈঠক শেষে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইমরান খান। কয়েকদিন ধরে তিনি যেসব কথা বলছিলেন সেই বার্তায় সেগুলোরই পুনরাবৃত্তি করেছেন তিনি।


প্রজন্মনিউজ২৪/এমএইচ

এ সম্পর্কিত খবর

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

বোরহানউদ্দিনে পুলিশের পানি ও খাবার স্যালাইন বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ