কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

প্রকাশিত: ০৮ জুন, ২০২৩ ১১:৫৮:২৬

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

ভারতে আড়াই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

দেশে ফেরত আসা ব্যাক্তিরা হলেন,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আতাডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে আক্তার হোসেন (৭৩), ফেনী জেলার দাগনভূঞা থানার নূর নবীর ছেলে মুজিবুল হক (৩২), মাদারীপুর জেলার কালকিনি থানার ইউসুফ মোল্লার ছেলে সাইদুল মোল্লা (৩৩), যশোরের কেশবপুর থানার চালতেবাড়িয়া গ্রামের মো: আব্দুলের ছেলে মো: হাসান (৩৫) ও ফরিদপুরের বোয়ালমারী থানার মতিয়ার রহমানের ছেলে অহিদুল শেখ (৩৪)।

গতকাল বুধবার (৭ জুন) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব  এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, দেশে ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ-পথে ভারতের বিহার শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আড়াই বছর পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ