প্রকাশিত: ০৮ জুন, ২০২৩ ১১:৫১:৪২
শরিয়তপুর প্রতিনিধি: গতকাল বুধবার ৭জুন শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে বিভিন্ন মালবাহী ও বালুবাহী বাল্বহেড থেকে চাঁদাবাজিরত অবস্থায় ৪ জনকে আটক করেছে সুরেশ্বর নৌ পুলিশ।
অভিযানে অংশ নেয় সুরেশ্বর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক বাবুল বালা ও এএসআইং(নিঃ)/মো: আনোয়ার হোসেন খান সঙ্গীয় কং/মোঃ শামীম শেখ এবং কং/রুবেল মিয়া।
আটককৃতরা হলেন,১। মোঃ হালেম খাঁন এর ছেলে মনির খান (২১), মৃত নয়ন খান এর ছেলে মফিদুল খাঁন(১৯), আব্দুল আলীম খান এর ছেলে শুভ খান(১৯) ও শহিদুল প্রদান এর ছেলে রমজান প্রদান(১৯)
এ ছাড়াও এদের গ্রুপ লিডার ওয়াছ খাঁন এর পুত্র জসিম খাঁন কে আটক করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
তাদের সাথে এক হাজার আটশত পঞ্চাশ টাকা ও তাহাদের ব্যবহৃত একটি প্লেন সীটের তৈরী ইঞ্জিন চালিত নৌকা,একটি বাঁশ জব্দ করা হয়েছে।
সুরেশ্বর নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ জানিয়েছেন ফাঁড়ি এলাকায় নৌ টহল ডিউটি করাকালীন সুরেশর লঞ্চ ঘাটের সামনে পদ্মা নদীতে অবস্থান করাকালে আনুমানিক দুপুর ১:৩০ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানাধীন কেদারপুর ইউপিস্থ শ্রীপুর নামক স্থানে পদ্মা নদীতে কতিপয় লোক বিভিন্ন পন্যবাহী ও বালুবাহী বাল্কহেড হইতে গুরুতর আঘাতের ভয়ভীতি প্রদর্শন করিয়া জোরপূর্বক চাঁদা আদায় করিতেছে।
আমরা গোপন সংবাদের ভিক্তিতে সেখানে যাই এবং এদেরকে আটক করি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
প্রজন্মনিউজ২৪/এমএ
জবিতে বিবাহিত ও গর্ভবতীদের হল ছাড়ার নির্দেশ বাতিলে আইনি নোটিশ
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত
খুলনায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মধুর সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
নিখোঁজের ১৮ ঘন্টা পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
দল হেরে যাওয়ায় ক্লাব প্রেসিডেন্টকে হত্যা
টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা